শিবির নারীদের বাইরে কাজ করতে দেবে না একটা ন্যারেটিভ ছিল: উম্মে সালমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক হিসেবে জয় পেয়েছেন উম্মে সালমা। জয়ের পর তিনি তাঁর স্বামী রায়হানকে নির্বাচনী কাজে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘শিবির নারীদের বাইরে কাজ করতে দেবে না—একটা ন্যারেটিভ ছিল। সেটা রায়হান আমার মাধ্যমে ভেঙে চুরমার করে দিয়েছে।’
বুধবার (১০ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে এ কথা বলেন উম্মে সালমা।
তিনি বলেন, ‘আমি আমার ফলাফলে অতটা আবেগপ্রবণ হইনি, রায়হানের ফলাফল শুনে যতটা আবেগী হয়েছি। কারণ আমি জানি সে কেমন মানুষ এবং তার গুণ ও যোগ্যতা। আরো জানি তার স্বপ্নগুলো কতটা চমৎকার। আমার একটিভিজম শুরু হয় আমাদের বিয়ের পর তার হাত ধরে। এ তিন বছরে সে হাতেকলমে শিখিয়েছে, বুঝিয়েছে এবং কাজ করতে প্রেরণা দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘(রায়হান) আমার কাজে সব সময় সহযোগিতা করেছে, কখনো কোনো কাজে বাধা দেয়নি। বারবার বলেছে, ভুল করো, কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে সে ভুল দ্বিতীয়বার করো না। সে আমাকে জুলাইয়ে মাঠে, মিছিলে, সমাবেশ অথবা কর্মসূচিতে কখনোই বারণ করেনি। বরং স্বাধীনভাবে কাজ করতে অনুপ্রেরণা দিয়েছে। তার এমন উদার মানসিকতা আমাকে প্রভাবিত করে।’
ঢাবি শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘ঢাবি শিক্ষার্থী ভাই-বোনরা আমাদের দুজনের ওপর আস্থা রেখেছেন। আপনাদের ধন্যবাদ। আপনারা আমাদের পরীক্ষার সম্মুখীন করেছেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব এবং আমরা দায়িত্ব হস্তান্তরের দিন হাসিমুখে বিজয় উদযাপন করব। ইনশাআল্লাহ।’
ভিওডি বাংলা/ এমপি