• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আ.লীগের সঙ্গে আঁতাত করে শিবির ডাকসু জিতেছে : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক    ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৭ পি.এম.
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে’ শিবির ডাকসু নির্বাচনে জয় পেয়েছে।

বুধবার ( ১০ সেপ্টেম্বর) রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

মির্জা আব্বাস বলেন, ‘আমি বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর এত ভোট কোথায় থেকে এলো। আমার তো হিসাব মেলে না ভাই। এটাকে কারচুপি না, বরং দেশে ‘গভীর ষড়যন্ত্রের আভাস’ হিসেবে দেখছেন।

তিনি বলেন, যখনই তারা বিভিন্ন দল একসঙ্গে বসে তখন জামায়াতে ইসলামীর নেতারা বারবার উল্লেখ করেন যে ‘ভাই খেয়াল রাইখেন আওয়ামী লীগ যেন আর কোনোদিন আসতে না পারে।

তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা সেভাবেই চললাম, আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট জামায়াত নিয়ে নিল।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বৈরাচারের হাতে হাত মিলিয়েছে জামায়াত : সালেহ প্রিন্স
স্বৈরাচারের হাতে হাত মিলিয়েছে জামায়াত : সালেহ প্রিন্স
সাদিক-ফরহাদদের শুভেচ্ছা জানালো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সাদিক-ফরহাদদের শুভেচ্ছা জানালো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
এনসিপির সাবেক ২  সেনা কর্মকর্তার পদত্যাগ
এনসিপির সাবেক ২ সেনা কর্মকর্তার পদত্যাগ