• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দুর্জন বিদ্বান হলেও সর্বদা পরিত্যাজ্য : গণেশ

নিজস্ব প্রতিবেদক    ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ পি.এম.
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস শিক্ষার্থীদের আহ্বান জানান, এমন পরিস্থিতি চিহ্নিত করতে যেখানে প্রতিবাদ অনিবার্য কর্তব্য হয়ে ওঠে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে ব্যক্তিগত ফেইসবুক পোস্টে সাহস লিখেন, প্রকৃত শিক্ষার্থীরা অবশ্যই অনুধাবন করতে পারেন সেই পরিস্থিতি, যেখানে সামনে-পেছনে না তাকিয়ে প্রতিবাদে সরব হতে হয়।

ঢাবি ছাত্রদল সভাপতি ব্যাখ্যা করেন যে -তিনি সবসময় সতর্কতা, সততা ও ভদ্রতা বজায় রেখে মতামত প্রকাশের চেষ্টা করেন এবং অন্যের মত শোনাকে অগ্রাধিকার দেন।

তবে তিনি এই যুক্তিও দেন যে কিছু মুহূর্ত আসে যেখানে যেকোনো পরিণতির তোয়াক্কা না করেই প্রতিবাদ করা জরুরি হয়ে পড়ে।

সাহস বলেন, “দুর্জন যে বিদ্বান হলেও সর্বদা পরিত্যাজ্য,” এবং ইতিহাস বারবার তাদের ন্যাক্কারজনক কর্মকাণ্ড দ্বারা সেটিই প্রমাণ করেছে। তিনি সতর্ক করে বলেন, “এক্ষেত্রে বর্তমান সময়ও কোনো ব্যতিক্রম নয়।”

সাহস লেখেন, “আপনাদের আলোচনা ও সমালোচনা আমি ইতিবাচকভাবে গ্রহণ করছি এবং সে অনুযায়ী নিজের ভবিষ্যৎ পথচলা গড়ে তোলার চেষ্টা করবো।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’
‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’
সরকার আমাদের প্রতিবাদ কর্ণপাত করছে না : ফরহাদ মজহার
সরকার আমাদের প্রতিবাদ কর্ণপাত করছে না : ফরহাদ মজহার
নতুন প্রজন্মকে বঞ্চিত করলে দেশের ভবিষ্যৎ অনুজ্জ্বল: সোহেল তাজ
প্রকৃত ইতিহাস জানার অধিকার নতুন প্রজন্মকে বঞ্চিত করলে দেশের ভবিষ্যৎ অনুজ্জ্বল: সোহেল তাজ