• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিবিরকে অভিনন্দন জানিয়ে পরে পোস্ট সরাল পাকিস্তান জামায়াত

ভিওডি বাংলা ডেস্ক    ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ পি.এম.
পাকিস্তান জামায়াত। সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছিল পাকিস্তান জামায়াতে ইসলামী। দলটি বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে শুভেচ্ছা বার্তা পোস্ট করলেও কয়েক ঘণ্টার মধ্যে তা সরিয়ে নেয়।

শুভেচ্ছা বার্তায় পাকিস্তান জামায়াতে ইসলামী লিখেছিল—বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হলো। দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম।

তাদের দাবি, এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো ভারতপন্থি শক্তির সমর্থন পেলেও শেষ পর্যন্ত জয় হয়েছে শিবিরের। পোস্টে আরও বলা হয়, এই বিজয় ছাত্র-তরুণদের অধিকার আদায় ও বাংলাদেশকে “ভারতীয় প্রভাব থেকে মুক্তির” পথ দেখাবে।

শুভেচ্ছা বার্তায় অন্তর্বর্তী সরকারকেও কৃতিত্ব দেয় পাকিস্তান জামায়াতে ইসলামী। তাদের মতে, প্রতিকূলতা সত্ত্বেও সরকার নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছে, যা প্রশংসনীয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বচ্ছ ডাকসু নির্বাচন উপহার দেওয়ায় ভিসি’র প্রতি কৃতজ্ঞ :সারজিস
স্বচ্ছ ডাকসু নির্বাচন উপহার দেওয়ায় ভিসি’র প্রতি কৃতজ্ঞ :সারজিস
ডাকসু নির্বাচনে কারা পরাজিত হলো জানালেন ফারুকী
ডাকসু নির্বাচনে কারা পরাজিত হলো জানালেন ফারুকী
ছাত্রনেতা তো দূরের কথা, ছাত্র হওয়ার যোগ্যতাই নেই : সারজিস
ছাত্রনেতা তো দূরের কথা, ছাত্র হওয়ার যোগ্যতাই নেই : সারজিস