রাজাকারের রাজনৈতিক সংজ্ঞা জানালেন উপদেষ্টা ফারুকী


সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, রাজাকার হলো সেইসব ব্যক্তি, যারা নিজের দেশ ও মানুষের বিরুদ্ধে গিয়ে অন্য দেশের হয়ে কাজ করে।
বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফারুকী লিখেছেন, রাজাকারের আক্ষরিক অর্থ ছাড়াও রাজনৈতিক অর্থ রয়েছে। রাজনৈতিক অর্থ হলো—যারা দেশের স্বার্থবিরোধীভাবে অন্যের হয়ে কাজ করে। তিনি প্রশ্ন রাখেন, “এই সময়ে কাদের রাজাকার মনে হয়? জ্বি, যাদের ভাবছেন তারাই।”
তিনি আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সময় নেতৃত্বদানকারী দল কীভাবে আজ দেশের সবচেয়ে বড় স্বাধীনতা বিরোধী শক্তি হয়ে উঠলো, সেটা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য একটি গবেষণার বিষয় হতে পারে। তাঁর ভাষ্য অনুযায়ী, স্বাধীনতা বিরোধী শক্তি মানে যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অন্যের কাছে বিকিয়ে দেয়।
ফারুকীর দাবি, গত ১৬ বছরের মতো পরাধীন বাংলাদেশ এর আগে আর কখনো ছিল না। ফলে জনগণ এখন আওয়ামী লীগকেই সবচেয়ে বড় রাজাকার মনে করছে। তাঁর মতে, রাজাকার কার্ডের পুরনো ব্যবহার খারিজ হয়ে গেছে, যা গত ১৪ জুলাই সেটেলড হয়েছে।
তিনি আরও বলেন, “২০২৪ সালের খুনিকে কেউ বাঁচাতে আসবে না। ৪৭-এর নায়ক ৭১-এ ভিলেন হয়েছে, আবার ৭১-এর নায়ক ২০২৪-এ ভিলেন হয়ে যেতে পারে। কারণ সমসাময়িক বাস্তবতাই নায়ক বা ভিলেন নির্ধারণ করে দেয়। তবে ৭১-এর ভূমিকা ৭১-এর মতোই থাকবে, কিন্তু সেই ইতিহাস দিয়ে বর্তমান ও অতীতের পাপ ঢেকে রাখা যাবে না। ৭১-এর শহীদেরা ২০২৪-এর খুনিকে বাঁচাতে আসবে না।”
ভিওডি বাংলা/ আরিফ