• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডাকসু নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানালেন নাহিদ

নিজস্ব প্রতিবেদক    ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ এ.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

পোস্টে নাহিদ ইসলাম লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদে নবনির্বাচিত সকল নেতৃত্বকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেয়েছে-এটি আমাদের গণতান্ত্রিক চর্চার জন্য এক ইতিবাচক অগ্রযাত্রা।”

তিনি আশা প্রকাশ করেন, ডাকসু শিক্ষার্থীদের প্রকৃত আকাঙ্ক্ষা ও স্বপ্ন বাস্তবায়নের প্ল্যাটফর্ম হয়ে উঠবে। পাশাপাশি নতুন নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক, একাডেমিক এবং সন্ত্রাস-ফ্যাসিবাদমুক্ত পরিবেশ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, “যারা নির্বাচনে অংশ নিয়েও বিজয়ী হতে পারেননি, তাদের প্রতিও শুভকামনা রইল। সুস্থ প্রতিযোগিতার এই চর্চাই আগামী দিনের নেতৃত্ব তৈরির মজবুত ভিত গড়ে দেবে।”

তিনি ডাকসু নির্বাচন নিয়মিত করার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের প্রত্যাশা, দ্রুতই সব বিশ্ববিদ্যালয় ও কলেজে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে তরুণ সমাজ গণতন্ত্রের চর্চা ও জাতীয় পুনর্গঠনে তাদের সক্রিয় ভূমিকা রাখতে পারে।”

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভিপি, জিএস, এজিএসসহ ২৮টি পদের মধ্যে ২৩টিতে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচিত হলে শিক্ষা-স্বাস্থ্য সেবা বিনামূল্যে নিশ্চিত করা হবে : আমিনুল হক
নির্বাচিত হলে শিক্ষা-স্বাস্থ্য সেবা বিনামূল্যে নিশ্চিত করা হবে : আমিনুল হক
আ.লীগের সঙ্গে আঁতাত করে শিবির ডাকসু জিতেছে : মির্জা আব্বাস
আ.লীগের সঙ্গে আঁতাত করে শিবির ডাকসু জিতেছে : মির্জা আব্বাস
ছাত্রদলকে হারাতে শিবির-ছাত্রলীগ বন্ধুত্বের সম্পর্ক জারি রেখেছে : রিপন
ছাত্রদলকে হারাতে শিবির-ছাত্রলীগ বন্ধুত্বের সম্পর্ক জারি রেখেছে : রিপন