• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্য: সাদিক

ঢাবি প্রতিনিধি    ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিজয়ী প্রার্থীরা বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত করেছেন।

ডাকসুর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের নেতৃত্বে সাধারণ সম্পাদক এস এম ফরহাদ ও সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দীন খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সাদিক কায়েম বলেন, “শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর। তারা আমাদের হতাশার মুহূর্তে পথ দেখিয়েছেন। তাদের আমানত রক্ষা করাই আমাদের দায়িত্ব। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার যে আকাঙ্ক্ষা, সেটি পুনরুজ্জীবিত করতে আমরা আজ শহীদদের কবর জিয়ারত করেছি।”

তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানে নিহত ২ হাজার শহীদ আমাদের পরিবারের সদস্য। তাদের প্রত্যাশা পূরণ করাই আমাদের প্রধান কাজ। আমরা সবার কাছে দোয়া চাই যাতে আমরা এই আমানত রক্ষা করতে সক্ষম হই।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবিতে তালিকাবহির্ভূত সংগঠনের কর্মসূচি নিরুৎসাহিতকরণ, শিবিরের প্রতিবাদ
ইবিতে তালিকাবহির্ভূত সংগঠনের কর্মসূচি নিরুৎসাহিতকরণ, শিবিরের প্রতিবাদ
জাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
জাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
শিবির নারীদের বাইরে কাজ করতে দেবে না একটা ন্যারেটিভ ছিল: উম্মে সালমা
শিবির নারীদের বাইরে কাজ করতে দেবে না একটা ন্যারেটিভ ছিল: উম্মে সালমা