• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফরিদপুরে তৃতীয় দিনেও সড়ক অবরোধ ভোগান্তি

মাদারীপুর প্রতিনিধি    ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

তৃতীয় দিনের মতো ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরসহ মহাসড়কের একাধিক স্থানে অবরোধ করে রাখার কারনে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে ঢাকাগামী পরিবহনগুলো বিকল্প পথ হিসেবে শিবচর-মাদারীপুর আঞ্চলিক সড়ক ব্যবহার করায় সেখানেও দেখা দিয়েছে তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। এতে করে যানবাহনের পাশাপাশি ভোগান্তিতে পড়েছে যাত্রীসহ স্থানীয়রা।

জানা গেছে, ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো এ অবরোধ চলছে। সকালে ভাঙ্গা গোলচত্বর, ফরিদপুর-ভাঙ্গা ও বরিশাল-ভাঙ্গা মহাসড়ক অবরোধ করে রাখে গ্রামবাসী। তারা সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। এতে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলমুখী সব ধরনের যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পরেছে যাত্রীরা।
 
অবরোধের কারণে বরিশাল ও মাদারীপুর থেকে ঢাকাগামী যানবাহন শিবচর-মাদারীপুর আঞ্চলিক সড়ক দিয়ে ঢাকায় যাওয়ার চেষ্টা করছে। তবে বিকল্প পথে অতিরিক্ত যানবাহনের চাপ পড়ায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।
 
এক পরিবহনচালক বলেন, শিবচর হয়ে এক্সপ্রেসওয়েতে উঠতে পারলে ঢাকায় যেতে কোনো সমস্যা নেই। কিন্তু একসঙ্গে এত গাড়ি ঢোকার কারণে যানজট তৈরি হচ্ছে। এতে দীর্ঘক্ষণ আটকে থাকতে হচ্ছে।
 
ঢাকাগামী যাত্রী সেলিম মিয়া বলেন, মাদারীপুর থেকে বাসে উঠেছি। মহাসড়ক বন্ধ থাকায় গাড়ি শিবচর সড়কে ঢুকেছে। কিন্তু প্রচণ্ড যানজট। কবে পৌঁছাব জানি না।
 
শিবচর-পাঁচ্চর আঞ্চলিক সড়কের পাশে বসবাসকারীরা জানান, সকাল ৯টার পর থেকেই এ সড়কে বড় বড় বাস ও অন্যান্য যানবাহনের চাপ বেড়েছে। এতে যানজটের পাশাপাশি পথচারীদের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরা পড়েছে বিপাকে।
 
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথ হিসেবে মাদারীপুর-শিবচর সড়ক ব্যবহার করে অনেক পরিবহন ঢাকায় যাচ্ছে। এতে যানজট ও ভোগান্তি বেড়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজয়নগর উপজেলায় মৃত্যুর ভয়ে গ্রাম ছাড়া এক হিন্দু পরিবার
বিজয়নগর উপজেলায় মৃত্যুর ভয়ে গ্রাম ছাড়া এক হিন্দু পরিবার
চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ
শ্রীপুরে সড়ক নির্মাণ কাজ বন্ধ, পথচারীরা চরম ভোগান্তিতে
শ্রীপুরে সড়ক নির্মাণ কাজ বন্ধ, পথচারীরা চরম ভোগান্তিতে