ছাত্র আন্দোলনের নেতৃত্বদের দিকে তাকালেই আল্লাহর কথা মনে পড়বে: ফয়জুল করিম


ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম (চরমোনাই) বলেছেন, ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকে দেখার সাথে সাথে মনে হবে সে একজন নবীর সৈনিক। রাসুল (স.) সকল আদর্শকে লালন-পালন করেন তারা। তাদের দিকে তাকালেই আল্লাহর কথা মনে পড়বে।
তিনি বলেন, হাদিসে আছে— যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে সে আল্লাহর ওলী। ইসলামী ছাত্র আন্দোলন যেমন দুনিয়ার বুকে শ্রেষ্ঠত্বের আসনে থাকবে, তেমনি আখেরাতেও সর্বোচ্চ মর্যাদা লাভ করবে ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্র আন্দোলনের আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নায়েবে আমীর বলেন, হযরত ওমর (রা.) যেমন দরবেশী ভাবে গোটা দুনিয়া শাসন করেছেন, ইসলামী ছাত্র আন্দোলনও দরবেশী ভাবে গোটা দুনিয়া শাসন করবে। আমরা হুংকার দিব, আমরা আস্তে কথা বলব, আমরা কান্নাকাটি করব, আমরা সেজদা অবনত থাকবো আবার আমরাই বেইমান আধিপত্যের বিরুদ্ধে বুক উঁচু করে দাঁড়িয়ে যাব।
ফয়জুল করিম বলেন, ক্যারিয়ার বলতে যদি বাঁচা ও খাওয়াকে বোঝাই তাহলে আমাদের থেকে পশু পাখি অনেক এগিয়ে। আল্লাহ তায়ালা মানুষকে জ্ঞান দিয়েছেন যা পশু পাখির নেই। যে মানুষ জ্ঞানের দ্বারা নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারবে না তারা পশু পাখি থেকেও অধম। আপনার ক্যারিয়ার কিসের উপরে গড়তে চান সেটা অবশ্যই আপনাকে জানতে হবে।
নায়েবে আমীর বলেন, আমাদের ক্যারিয়ার হবে রাসূল (স.) জীবনের মত, তিনি আমাদের দর্শন, তিনিই আমাদের সব। যদি আমরা আল্লাহ কর্তৃত্ব রাসূল নেতৃত্ব মানি, তাহলে এটিই আমাদের ক্যারিয়ার। এই ক্যারিয়ার আমাকে কবর, মিজান, হাশর এবং পুলসিরাতেও সমর্থন যোগাবে। আপনি যে ক্যারিয়ার করেছেন সেটা কি আপনাকে কবর, মিজান, হাশরে নাজাত দিবে? আপনার ক্যারিয়ার কি ত্রিশহাজার বছরের পথ পুলসিরাত পাড়ি দিতে সাহায্য করবে?
ইসলামী ছাত্র আন্দোলন এমন এক ক্যারিয়ার করতে চাই— যে ক্যারিয়ারের ভিত্তিতে তারা সংসদও চালাবে এবং এটি আখিরাতেও নাজাত দিবে। তারা নিজেকে ও সমাজকে গড়তে চাই।
তিনি আরো বলেন, আমাদের মেয়েরা হযরত আছিয়া (রা.)-এর আদর্শে ক্যারিয়ার গড়বে, যিনি শত কষ্টের পরেও ইসলামকে ভুলেননি। হযরত আয়েশা (রা.)-এর মত মেধাবী হতে হবে, হযরত উম্মে সালমা (রা.)-এর মতো জ্ঞানী হতে হবে। আমরা সাহাবী সাহাবীয়ানদের অনুসরণ করব এবং এমন ক্যারিয়ার করব যা আমাদেরকে আখেরাতেও মুক্তি দিবে এবং দুনিয়াতেও কামিয়াবী করবে।
অনুষ্ঠানে শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মনসুর। বিশেষ অতিথি হিসেবে আলহাজ্ব আহম্মদ আলী, ডা. এইচ এম মোতাজুল করিম, মো. আশিকুল ইসলাম, মাও. আহমাদ আব্দুল জলিল, অ্যাডভোকেট জমারত আলী, মো. হিরা সরকার উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো ওবায়দুল ইসলাম, ইসলামী আন্দোলনের ঝিনাইদহ জেলার উপদেষ্টা আলহাজ্ব মো. নুর আলম বিশ্বাস, কুমারখালি-খোকসা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার খাঁনসহ ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
ভিওডি বাংলা/ এমএইচ