• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

ক্যাম্পাস প্রতিনিধি    ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের পাশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি একটি নারিকেল গাছের চারা রোপণ করেন।

উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, পূবালী ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান হলেও দেশের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয় ও পূবালী ব্যাংকের সম্পর্ক আরও সুদৃঢ় হলো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. রাজু আহমেদ, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান। এছাড়া পূবালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মোহাম্মদ আজহারুল ইসলাম, ত্রিশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ আলী এবং ডেপুটি জুনিয়র অফিসার দেবরাজ ব্যানার্জীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পূবালী ব্যাংক পিএলসি এই কর্মসূচির জন্য বিশ্ববিদ্যালয়কে মোট ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদান করে। এর মধ্যে আম, জাম, পেয়ারা, আমড়া, লেবু, জলপাই, জাম্বুরা, অরবরই, আমলকি, বরই, দেবদারু, কাঠগোলাপ, বকুল, স্বর্ণচাঁপা ফুল, বহেরা, নিম, অর্জুন, চেরি, মেহেদী, কামরাঙা, লিচুসহ বিভিন্ন প্রজাতির চারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রোপণ করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের ভোট বর্জনের ঘোষণা
জাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের ভোট বর্জনের ঘোষণা
তাজউদ্দিন হলে ভোটগ্রহণ বন্ধ
তাজউদ্দিন হলে ভোটগ্রহণ বন্ধ
‘গুরুতর’ অভিযোগ তুললেন ছাত্রদলের ভিপি প্রার্থী
‘গুরুতর’ অভিযোগ তুললেন ছাত্রদলের ভিপি প্রার্থী