• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে দুর্ধর্ষ দোকান চুরির মূল হোতা ২ দিনের রিমান্ডে

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ পি.এম.
শুক্কুর আলম। ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পাইরাং দেলা মার্কেট এলাকায় সাংবাদিক মোহাম্মদ রফিউল করিম চৌধুরীর দোকানে সংঘটিত চুরির মূল হোতা শুক্কুর আলম পুলিশের হাতে ধরা পড়েছে। 

গত (১ সেপ্টেম্বর) নগরীর বাকলিয়া থানার বৌবাজার এলাকায়,ওসি সাইফুল ইসলামের দিক নির্দেশনা ও এসআই কাদের এর নেতৃত্বে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছিল বলে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ রফিউল করিম বলেন, “আমি আদালত এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, ও এস আই কাদেরের প্রতি কৃতজ্ঞ। আশা করছি, রিমান্ডে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্কুর আলম দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চুরি করে আসছিল। একাধিকবার কারাদণ্ড ভোগ করার পরও বের হয়ে আবারও একই অপরাধে লিপ্ত হয়। তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে।

ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ রফিউল করিম আরো বলেন— এই চুরির কারণে আমার ব্যবসা পুরোপুরি অচল হয়ে গিয়েছিল। দেড় মাস ধরে দোকান বন্ধ থাকায় প্রচণ্ড মানসিক কষ্টে দিন কাটিয়েছি। ঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছি। আসামি ধরা পড়েছে, তবে এখনো চুরি যাওয়া নগদ অর্থ ও মোবাইল উদ্ধার হয়নি—এটাই আমার সবচেয়ে বড় দুঃখ। তবুও পুলিশের আন্তরিক তৎপরতায় আসামি গ্রেপ্তার হওয়ায় আমি কৃতজ্ঞ।”

উল্লেখ্য, গত ১৮ জুলাই শুক্রবার জুমার নামাজে গেলে তার দোকানের তালা ভেঙে নগদ দুই লক্ষ টাকা ও তিনটি স্মার্টফোন (Nokia G20, Samsung A2 Core, Itel Vision 1 Pro) চুরি হয়। এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা দায়ের করা হয়েছিল (মামলা নং-২৯, তারিখ-১৮/০৬/২০২৫, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড)।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন— প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি শুক্কুর আলম অপরাধ অস্বীকার করেছে। তাই আদালতে তিন দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা আশা করছি, রিমান্ডে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে এবং চুরি যাওয়া মালামালও উদ্ধার সম্ভব হবে।”

এদিকে পুলিশের এ সাফল্যে এলাকাবাসীর প্রশংসায় বাসছেন বাঁশখালী থানা পুলিশ, তাদের মতে এধরনের অভিযান অব্যাহত  থাকলে   এলাকায় চুরি-ছিনতাই কমে যেত । একই সঙ্গে ভুক্তভোগী পরিবার দ্রুত চুরি যাওয়া মালামাল উদ্ধারের জোর দাবি জানিয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরিশালে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ১৫
বরিশালে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ১৫
বিজয়নগর উপজেলায় মৃত্যুর ভয়ে গ্রাম ছাড়া এক হিন্দু পরিবার
বিজয়নগর উপজেলায় মৃত্যুর ভয়ে গ্রাম ছাড়া এক হিন্দু পরিবার
চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ