• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশায় কলেজ শিক্ষক সমিতির সম্মেলন ও নতুন কমিটি গঠন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) পাংশা উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পাংশা মহিলা কলেজে
বাকশিস পাংশা উপজেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাকশিস রাজবাড়ী জেলা শাখা'র যুগ্ম-আহ্বায়ক এম. জিন্নাহ'র সভাপতিত্বে ও সদস্য মো. আব্দুল কুদ্দুস এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ.আর মাহমুদুল হক রোজেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাকশিস রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক ডা. আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু।

স্বাগত বক্তব্য রাখেন বাকশিস রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব ও জামালপুর কলেজের সহকারী অধ্যাপক মীর মনিরুজ্জামান বাবু।

এছাড়াও বক্তব্য রাখেন, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ.বি.এম ওয়াহিদুজ্জামান, পাংশা আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী মামুন।

এসময় উপস্থিত ছিলেন, কারিগরি কলেজ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম, বাকশিস রাজবাড়ী জেলা শাখার সদস্য মো. আলমগীর হোসেনসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।

আলোচনা সভা শেষে উপস্থিত সকলের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর পাংশা উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক এম.এ. জিন্নাহ, সিনিয়র সহ-সভাপতি পাংশা আইডিয়াল গার্লস কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল আমিন ফিরোজ, সহ-সভাপতি-১ ড. কাজী মোতাহার হোসেন কলেজের সহকারী অধ্যাপক আহসান উল্লাহ, সহ-সভাপতি-২ মাছপাড়া কলেজের প্রভাষক আতিয়া সুলতানা, সাধারণ সম্পাদক পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ (তোফাজ্জেল), সাংগঠনিক সম্পাদক পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ।
সম্মেলন শেষে উপস্থিত সকলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝিনাইগাতীতে নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার
কক্সবাজারে যাওয়ার পথে সড়কে ঝরল বাবা-মেয়ের প্রাণ
কক্সবাজারে যাওয়ার পথে সড়কে ঝরল বাবা-মেয়ের প্রাণ
বাঁশখালীতে ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের অভিযান
বাঁশখালীতে ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের অভিযান