• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডাকসু-জাকসু নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন : ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক    ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু ও জাকসু) নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

ডা. জাহিদ বলেন, “জাকসু নির্বাচনে শুধু ছাত্রদল নয়, বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী এমনকি শিক্ষক পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই এর পেছনে কারণ আছে। দেশের মানুষ আগের মতো এবারও প্রশ্নবিদ্ধ নির্বাচন দেখতে চায় না।”

তিনি আরও বলেন, “২০০৯ সালে মানুষ ভোট দিতে পারেনি, ২০১৪-তে ভোটারবিহীন নির্বাচন, ২০১৮-তে দিনের ভোট রাতে হয়েছে, আর ২০২৪-এ হয়েছে ভুয়া নির্বাচন। তাই সংশ্লিষ্টদের উচিত হবে এমন কোনো নির্বাচন না করা, যা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ ও দ্বিধা তৈরি হয়।”

ডাকসু নির্বাচনে সাংবাদিক তরিকুল ইসলাম ও জাকসুতে দায়িত্ব পালনকালে শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে শোক প্রকাশ করেন বিএনপির এই নেতা।

ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিভক্তি নয়, গণতন্ত্রের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা নির্বাচন পরিচালনা করবেন, তাদের নিরপেক্ষ থেকে জনগণের আস্থা অর্জন করতে হবে। কেউ নির্বাচন থেকে সরে দাঁড়ালে, সেটি গ্রহণযোগ্য নয়।”

সংবিধান ও সংস্কারের প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, “জনগণই সিদ্ধান্ত নেবে ভবিষ্যতের সংবিধান কেমন হবে। জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতেই সংস্কার হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাকসুর সাবেক ভিপি মান্নার সঙ্গে সাদিক ও ফরহাদদের সাক্ষাৎ
ডাকসুর সাবেক ভিপি মান্নার সঙ্গে সাদিক ও ফরহাদদের সাক্ষাৎ
জুলাই সনদে স্বাক্ষরে প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন
জুলাই সনদে স্বাক্ষরে প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন
শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে খেলাধুলা অপরিহার্য : আমিনুল হক
শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে খেলাধুলা অপরিহার্য : আমিনুল হক