• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাবেক সচিব কাজী মিরাজের মৃত্যুতে তারেক রহমানের শোক

নিজস্ব প্রতিবেদক    ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ পি.এম.
সাবেক সচিব কাজী মিরাজ হোসেন-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ছবি সংগৃহীত

সাবেক সচিব কাজী মিরাজ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) এভারকেয়ার হাসপাতালে সকাল ৯ টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।    

বিগত ফ্যাসিস্ট সরকার তাকে বাধ্যতামূলক অবসর দিয়ে নানানভাবে হয়রানি করেছেন। একজন দেশপ্রেমিক জাতীয়তাবাদী সৎ কর্মকর্তা হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দীর্ঘদিন কাজ করেছেন তিনি।

কাজী মিরাজ হোসেনের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

আরেক শোক বার্তায় অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক, সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার শোক ও সমবেদনা জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর গ্রামের বাড়িতে নামাজের জানাজা শেষে পারিবারিক করবস্থানে সাবেক সচিব কাজী মিরাজ হোসেনকে দাফন করা হবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন ঠেকাতে নতুন নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী: দুদু
নির্বাচন ঠেকাতে নতুন নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী: দুদু
জাপানে পৌঁছেছে এনসিপির প্রতিনিধিদল
জাপানে পৌঁছেছে এনসিপির প্রতিনিধিদল
রাজনৈতিক ভিন্নমত থাকলেও ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন
রাজনৈতিক ভিন্নমত থাকলেও ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন