• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জনবল বাড়িয়ে রাতের মধ্যেই জাকসুর ফল ঘোষণা

ক্যাম্পাস প্রতিনিধি    ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে জনবল বাড়িয়ে ভোট গ্রহণ শেষে আজকের মধ্যেই ফল ঘোষণা করা হবে। একই সঙ্গে ম্যানুয়ালি পদ্ধতিতেই (হাতে ভোট গণনা) চলবে গণনার বাকি কার্যক্রম।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার ও উপাচার্যের সঙ্গে জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ৩৩ বছর পর জাকসু নির্বাচন হচ্ছে, সকলের অক্লান্ত পরিশ্রম ইতিহাস হয়ে থাকবে। যারা নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করেছেন, তাদের জন্য দুঃখ প্রকাশ করছি।

এদিকে, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ নিয়ে শিক্ষার্থী ও পদপ্রার্থীরাও ক্ষোভ প্রকাশ করেছেন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ভোট গণনা শেষ হয়নি। ১৮ ঘণ্টায় জাকসুর হল সংসদের ১৮টি হলের ফল গণনা শেষ করতে সক্ষম হয় প্রশাসন। তবে এখন বাকি কেন্দ্রীয় ছাত্র সংসদের গণনা কার্যক্রম শুরু হয়েছে।

বিকালে নির্বাচন কমিশনের কাছে এক রিটার্নিং কর্মকর্তা মেশিনের মাধ্যমে ভোট গণনার দাবি করেন।

এর আগে, বিকেলে জাকসু নির্বাচনের ভোট গণনা কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়। ওএমআর নাকি ম্যানুয়াল, কোন পদ্ধতিতে ভোট গণনা হবে তা নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভা অনুষ্ঠিত হয়। তবে ম্যানুয়াল পদ্ধতিতে

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষক মোনামির কাছে দুঃখ প্রকাশ করলেন ছাত্রদল নেতা হামিম
শিক্ষক মোনামির কাছে দুঃখ প্রকাশ করলেন ছাত্রদল নেতা হামিম
জাকসু নির্বাচনের ফল ৩ দিনেও প্রকাশ করা সম্ভব না
জাকসু নির্বাচনের ফল ৩ দিনেও প্রকাশ করা সম্ভব না
শেষ হলো ১৭ হলের ভোট গণনা
শেষ হলো ১৭ হলের ভোট গণনা