• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য অবিলম্বে প্রত্যাখ্যান করতে হবে : হেলাল

খুলনা প্রতিনিধি    ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিঘলিয়া উপজেলা শাখার আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সৌজন্যে মতবিনিময় সভায় আজিজুল বারী হেলাল বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সামনে সনাতন ধর্মের ভাই বোনদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। ধর্মীয় এ উৎসব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব যেন মদ গাঁজার আসরে পরিণত না হয়। 

শুক্রবার(১২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় মাঝিরগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সৌজন্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তিনি যদি এ কথা মুসলমানদের বলতেন তাহলে কি এ কথা আমরা মানতাম। স্বরাষ্ট্র উপদেষ্টার এ বক্তব্য অবিলম্বে প্রত্যাথান করতে হবে। তিনি আরও বলেন, হিন্দু মুসলিম আমরা ভাই ভাই। বাংলাদেশে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান মনে খুলে উদযাপন করবেন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাবু রামপ্রসাদ অধিকারী এবং গাজীরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মুকিত মীরের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহবায়ক খাঁন জুলফিকার আলী জুলু, মনিরুল হক বাবুল, দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোঃ সাইফুর রহমান মিন্টু। সভায় বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা বিল্লাল হোসেন, সাবেক সহ সভাপতি বাবু সুবোধ কুমার বিশ্বাস, ছাত্র যুব মাতুয়া মহাসংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবু প্রসেনজিৎ সিকদার, দিলীপ কুমার দাস, দিঘলিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমিত্র কুমার দত্ত, সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস, যুগ্ন আহবায় অমিত কুমার। 

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, আবুল কালাম আজাদ, সাজ্জাদ, দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক গাজী মনিরুল ইসলাম, সদস্য সচিব গাজী হিমেল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মেহেদি হাসান সাজ্জাদ যুগ্ম আহবায়ক রাজন, সোহেন রানা,আবিদ আজাদ, আমির, লিটন, ইমন, হাসিব প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাজিরপুরে বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী জামায়াতে যোগ দিলেন
নাজিরপুরে বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী জামায়াতে যোগ দিলেন
ডাকসু ইলেকশন শেখ হাসিনাকেও পরাজিত করেছে : মুন্না
ডাকসু ইলেকশন শেখ হাসিনাকেও পরাজিত করেছে : মুন্না
যশোর সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ৪ নারী-পুরুষ আটক
যশোর সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ৪ নারী-পুরুষ আটক