জাকসু নির্বাচনে তৃতীয়দিনেও চলছে ভোট গণনা


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা তৃতীয়দিনেও অব্যাহত রয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ১২ কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। বাকি রয়েছে আরও ৯ কেন্দ্রের ভোট।
ইতোমধ্যে হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হলেও এখনো শেষ হয়নি। কবে নাগাদ গণনা শেষ হবে তা নিয়েও স্পষ্ট কোনো তথ্য জানাতে পারেনি নির্বাচন কমিশন।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছিলেন, শুক্রবার রাতেই জাকসু ও ২১টি হল সংসদের ফলাফল ঘোষণা করা হবে। একইসঙ্গে কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম বলেছিলেন, রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এরপর রাত সোয়া ১০টা থেকে ভোট গণনা শুরু হয়, যা এখনও চলমান।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭। এর মধ্যে ছাত্র ভোটার ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন। মোট ভোট পড়েছে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ।
ভিওডি বাংলা/জা