শিবিরের ডাকসু জয়ের কৌশল ব্যাখ্যা করেছেন রুমিন


বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, জামায়াতের দীর্ঘদিনের কৌশলের ফলেই ডাকসুতে জয় পেয়েছে শিবির। সম্প্রতি এক বেসরকারি টক শোতে তিনি বলেন, জামায়াত ও ছাত্রশিবির রাজনৈতিকভাবে বেশ সুসংগঠিত ও ক্যাডারভিত্তিক-এ কারণেই তারা সফল হচ্ছে।
রুমিন ফারহানা বলেন, “ছাত্রশিবির গত পনেরো বছর ধরে ছাত্রলীগের ভেতরে ঢুকে বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মকাণ্ড চালু রেখেছে। তারা প্রতিটি কর্মী, নেতা ও সমর্থককে দলের ফ্রেমের বাইরে যেতে দেয় না-ফলত: তাদের ভোট কোনোভাবেই ছেঁটে অন্যত্র নেয়া যায় না।”
তিনি বলেন, জামায়াত-শিবির খুবই কৌশলী এবং তারা ‘ওয়েলফেয়ার পলিটিকস’ চালায়। “আপনি দেখেছেন-they've supported students in many ways. প্রতিটি হলে তারা ওয়াটার পিউরিফায়ার দিয়েছে, ভালো কোচিং সেন্টার চালিয়েছে; আর্থিকভাবে অনটনে থাকা ছাত্রছাত্রীদের বিনামূল্যে বা কম খরচে কোচিংও করে দিয়েছে। অর্থাৎ ছাত্রদের সুখ–দুঃখে তারা দীর্ঘদিন ধরেই আছে-এটা কোন এক বছরের প্রস্তুতি নয়, এটি বহু পুরনো পরিকল্পনার ফল।”
রুমিন ফারহানা আরও বলেন, “এটি তাদের গোপন রাজনীতির প্রকাশ্য ফল এবং দীর্ঘদিন ধরেই তারা ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিজেকে একাত্ম করেছে-এটিই তাদের সফলতা।”
তিনি সংশ্লিষ্ট দলগুলোকে সতর্ক করে বলেন, “রাজনীতির ধরন পাল্টে গেছে; এখন রাজনৈতিক দলগুলোকে জনকল্যাণমুখী রাজনীতির দিকে ঝুঁকতে হবে। রুমিনফারহানা বলেন, “নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে রাজনৈতিক পারাডাইম শিফট হচ্ছে। যদি রাজনৈতিক দলগুলো এই শিফট ধরতে না পারে, তাহলে সেটা ছাত্র সংসদ, স্থানীয় সরকার কিংবা জাতীয় নির্বাচন-সব ক্ষেত্রেই তাদের মূল্য চুকাতে হবে।”
ভিওডি বাংলা/জা