• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

দেশের প্রবীণ আলেম মুফতি আহমদুল্লাহর ইন্তেকাল

চট্টগ্রাম প্রতিনিধি    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৯ পি.এম.
মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি হাফেজ আহমদুল্লাহ -ছবি সংগৃহীত

চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার সদরে মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি হাফেজ আহমদুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

তিনি তিন ছেলে, চার মেয়ে, অসংখ্য শিষ্য, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। মরহুমের জানাজা আজ রাত ৯টায় পটিয়া মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন মুফতি আহমদুল্লাহ। সর্বশেষ ব্রেনস্ট্রোকের পর তাঁকে আইসিইউতে রাখা হয়। 

শৈশব ও শিক্ষা জীবন

১৯৪১ সালের ১ মে চট্টগ্রামের পটিয়ার নাইখাইন গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা ছিলেন মাওলানা ঈসা (রহ.) এবং মাতা ছিলেন দেশের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান জিরি মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা আহমদ হাসান (রহ.)-এর কন্যা।

মাত্র ১০ বছর বয়সে তিনি জিরি মাদরাসায় পবিত্র কোরআন হিফজ করেন। পরবর্তীতে একই মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করে প্রতিটি ক্লাসে প্রথম স্থান অধিকার করেন। ১৯৬৪ সালে পাকিস্তানের জামিয়া আশরাফিয়া লাহোর থেকে দাওরায়ে হাদিস শেষ করেন এবং মাওলানা ইদরিস কান্ধলভি (রহ.)-সহ বিশ্বখ্যাত আলেমদের সান্নিধ্য লাভ করেন। এরপর খাইরুল মাদারিস মুলতান ও দারুল উলুম করাচিতে উচ্চশিক্ষা গ্রহণ করেন। সেখানে পাকিস্তানের মুফতিয়ে আজম আল্লামা মুহাম্মদ শফি উসমানি (রহ.)-এর কাছ থেকে ফিকহে দীক্ষা নেন।

শিক্ষকতা ও অবদান

১৯৬৮ সালে দেশে ফিরে তিনি জিরি মাদরাসায় যোগ দেন এবং দীর্ঘ ২৩ বছর সেখানে অধ্যাপনা করেন। পরবর্তীতে শায়খুল হাদিস হিসেবে সহিহ বুখারির পাঠদান করেন। ১৯৯১ সালে পটিয়া মাদরাসায় যোগ দিয়ে ৩০ বছর সিনিয়র মুহাদ্দিস ও মুফতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালে তিনি শায়খুল হাদিস ও প্রধান মুফতি নিযুক্ত হন।

তাসাউফের দীক্ষা নেন মুফতি মুহাম্মদ শফি (রহ.)-এর কাছ থেকে এবং পরে হাফেজ্জি হুজুর (রহ.)-এর কাছে বায়াত গ্রহণ করেন। ১৯৮১ সালে তিনি হাফেজ্জি হুজুরের কাছ থেকে খেলাফত লাভ করেন।

রচনাবলি

মুফতি আহমদুল্লাহর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে- দাফউল ইলতিবাস, মাশায়েখে চাটগাম (দুই খণ্ড), আন-নাফহাতুল আহমাদিয়্যাহ ফিল খুতুবাতিল মিম্বারিয়্যাহ (জুমার খুতবাসমগ্র, আরবি ও বাংলায়), তাজকেরাতুন নুর, তাসকিনুল খাওয়াতির ফি শরহিল আশবাহি ওয়ান্নাওয়াযির, ইসলামের দৃষ্টিতে শেয়ারবাজার ও মাল্টিলেবেল মার্কেটিং, যুগোপযোগী দশ মাসায়েল ও মাজহাব ও মাজহাবের প্রয়োজনীয়তা।

আজীবন শিক্ষা, গবেষণা ও দাওয়াতের মাধ্যমে ইসলামী অঙ্গনে অমর দাগ রেখে গেছেন এই আলেমে দ্বীন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশব্যাপী পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী
দেশব্যাপী পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী
আজ সন্ধ্যায় জানা যাবে ঈদে মিলাদুন্নবীর তারিখ
আজ সন্ধ্যায় জানা যাবে ঈদে মিলাদুন্নবীর তারিখ
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে প্রধান উপদেষ্টার বাণী
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে প্রধান উপদেষ্টার বাণী