• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ফের শেয়ারবাজারে বড় দরপতন

নিজস্ব প্রতিবেদক    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের শেয়ারবাজারে ফের ঢালাও দরপতন দেখা দিয়েছে। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) একই সঙ্গে সব সূচকের বড় পতন হয়েছে এবং লেনদেন এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।

গত সপ্তাহের মঙ্গলবার ও বুধবার ডিএসইতে ঢালাও দরপতনের ফলে প্রধান মূল্যসূচক ১৫৪ পয়েন্ট কমে যায়। এরপর বৃহস্পতিবার সূচকে সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও, রোববার বাজারে শুরুতে কিছুটা দাম বেড়ে যাওয়ার পর প্রথম ঘণ্টার মধ্যে পরিস্থিতি বদলে যায় এবং দিনের শেষে ঢালাও দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।

ডিএসইতে দিনের শেষ লেনদেনে সব খাত মিলিয়ে ৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ২৭৫টির দাম কমেছে এবং ৫৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

ভালো কোম্পানি (১০% বা তার বেশি লভ্যাংশ)-৩৫টির দাম বেড়েছে, ১৫৮টির কমেছে, ২৭টির অপরিবর্তিত। মাঝারি মানের কোম্পানি (১০% এর কম লভ্যাংশ) -১৩টির দাম বেড়েছে, ৬২টির কমেছে, ৭টির অপরিবর্তিত। লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ গ্রুপে থাকা কোম্পানি -১৯টির দাম বেড়েছে, ৫৫টির কমেছে, ২২টির অপরিবর্তিত। মিউচুয়াল ফান্ড -৭টির দাম বেড়েছে, ১১টির কমেছে, ১৭টির অপরিবর্তিত।

আরও পড়ুন: সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন শুরু

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট কমে ৫,৪৬৮ পয়েন্টে, ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট কমে ২,১২৯ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে ১,১৮৫ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেনের পরিমাণও কমেছে; রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৭৩২ কোটি ৫৬ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৭৭৮ কোটি ৩২ লাখ টাকার তুলনায় ৪৫ কোটি ৭৬ লাখ টাকা কম। সর্বাধিক লেনদেন হয়েছে রবি শেয়ারের (২৪ কোটি ৮৯ লাখ টাকা), একমি পেস্টিসাইড (২৩ কোটি ৭৬ লাখ টাকা) এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের (২২ কোটি ৬৫ লাখ টাকা)। অন্যান্য শীর্ষ লেনদেনকারী প্রতিষ্ঠান হলো ডমিনেজ স্টিল বিল্ডিং, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, শাহিনপুকুর সিরামিক, আইপিডিসি ফিন্যান্স, সিটি ব্যাংক, বিকন ফার্মাসিউটিক্যালস ও লাভেলো আইসক্রিম।

সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৫৮ পয়েন্ট কমেছে। এখানে লেনদেন করা ২০৫ প্রতিষ্ঠানের মধ্যে ৬৭টির দাম বেড়েছে, ১২০টির কমেছে এবং ১৮টির অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১২ কোটি ৩ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ১২ কোটি ৭৬ লাখ টাকার তুলনায় কম।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বাড়তি
বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বাড়তি
৫ ব্যাংকের একীভূত ইউনাইটেড ইসলামী ব্যাংক’-এর অফিসের অনুমোদন
৫ ব্যাংকের একীভূত ইউনাইটেড ইসলামী ব্যাংক’-এর অফিসের অনুমোদন
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব