• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

চাকসু নির্বাচন :

২৭ হাজার ভোটারের বিপরীতে প্রার্থী ১০৮৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ এ.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে। তিন দিনে মোট ১ হাজার ৮৮টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।

গত রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় শেষ হয় মনোনয়নপত্র বিতরণ। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ফরম বিতরণের কথা থাকলেও শিক্ষার্থীদের ভিড়ের কারণে সময় বৃদ্ধি করা হয়।

চাকসু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শেষ দিনে কেন্দ্রীয় সংসদের ৩৯১টি ও হল সংসদের ৫১৬টি মনোনয়নপত্র বিক্রি হয়। এর মধ্যে ছেলেদের হলে ৪৪১টি এবং মেয়েদের হলে ১৪৮টি। তিন দিনে কেন্দ্রীয় সংসদে মোট ৪৭৪টি ও হল সংসদে ৬০০টি মনোনয়ন বিক্রি হয়েছে।

মঙ্গলবার দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীরা এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে উভয় সংগঠন জানিয়েছে, বুধবার পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে। যদিও তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

অন্যদিকে প্রীতিলতা হল সংসদে ইসলামী ছাত্রীসংস্থার ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এতে ভিপি পদে মনোনয়ন নিয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিজবাউল জান্নাত তারিন, জিএস পদে আরবি বিভাগের নাদিয়া সুলতানা তাসনিয়া এবং এজিএস পদে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের আফরিদা রিমা। এছাড়া অন্যান্য পদে সংস্থার নেতৃবৃন্দ মনোনয়ন নিয়েছেন।

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “আমরা যেরকম আশা করেছিলাম তার চেয়েও ভালো সাড়া পেয়েছি। শিক্ষার্থীদের উচ্ছ্বাসে ক্যাম্পাস উৎসবমুখর হয়ে উঠেছে। আশা করি এই পরিবেশ নির্বাচনের দিন পর্যন্ত বজায় থাকবে এবং আমরা একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও শিক্ষার্থীবান্ধব নির্বাচন উপহার দিতে পারব।”

চাকসু ও হল সংসদ নির্বাচন আচরণবিধি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে ফরম নেওয়া বা জমা দেওয়া যাবে না। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪। উল্লেখযোগ্যভাবে, সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। দীর্ঘ ৩৫ বছর পর ফের অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ হয়ে জবি ছাত্রদল নেতা হাসিবের মৃত্যু
অসুস্থ হয়ে জবি ছাত্রদল নেতা হাসিবের মৃত্যু
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মার্চ ফর গাজা’ পদযাত্রা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মার্চ ফর গাজা’ পদযাত্রা
ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ শীর্ষ তিনে বাংলাদেশ
ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ শীর্ষ তিনে বাংলাদেশ