• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাংবাদিক টুটুলকে দেখতে জাতীয় হৃদরোগ হাসপাতালে ডাঃ রফিক

নিজস্ব প্রতিবেদক    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩০ পি.এম.
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মো. রফিকূল ইসলাম। ছবি: সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত দৈনিক সংবাদ পত্রিকার সিনিয়র সাংবাদিক মহসিন ইসলাম টুটুলকে দেখতে জাতীয় হৃদরোগ হাসপাতাল ও ইনস্টিটিউটে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

খবর পেয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর) ডা. রফিকূল ইসলাম সাংবাদিক মহসিন ও তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং বিএনপির পক্ষ থেকে যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

ডাঃ রফিক জানান, সাংবাদিক মহসিনের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি আগেও হৃদরোগ ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন এবং একবার তার হৃদপিণ্ডের রক্তনালীতে রিং বসানো হয়েছিল। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং আরও কিছু পরীক্ষার পর তার শারিরীক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে। সংশ্লিষ্ট চিকিৎসকদের কাছে সাংবাদিক মহসিনের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এনামুল হক, ডা. একরামুল রেজা টিপু, ডা. মহিউদ্দিন আহমেদসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসকবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের