• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হয়রানি ছাড়া বিচারপ্রাপ্তির নতুন পথ : আইন উপদেষ্টা

সিলেট প্রতিনিধি    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ পি.এম.
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। সংগৃহীত ছবি

দেশের ১২ জেলায় বৃহস্পতিবার (১৮ সেপ্টম্বর) থেকে মামলাপূর্ব মধ্যস্থতার বিধান কার্যকর হয়েছে। বুধবার (১৭ সেপ্টম্বর) সন্ধ্যায় সিলেটে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

প্রথম ধাপে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী ও রাঙামাটিতে এ বিধান চালু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, হয়রানি ছাড়াই স্বল্প খরচে জনগণের বিচারপ্রাপ্তি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, অধ্যাদেশ অনুযায়ী পারিবারিক বিরোধ, ভাড়া নিয়ন্ত্রণ, বণ্টন, অগ্রক্রয়, ভরণপোষণ, যৌতুক ও নির্যাতন সম্পর্কিত অভিযোগে মামলা দায়েরের আগে বাধ্যতামূলকভাবে মধ্যস্থতার চেষ্টা করতে হবে।

ড. আসিফ নজরুল আরও জানান, দায়িত্ব নেওয়ার পর বিচার বিভাগ সংস্কারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সিভিল ও ক্রিমিনাল আদালত পৃথককরণ, ২২৫ বিচারকের পদ সৃষ্টি, সিআরপিসি ও সিপিসি সংশোধন এবং সাইবার আইনসহ নারী-শিশু নির্যাতন দমন আইনে সংস্কার।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জেলা লিগ্যাল এইড অফিসারের মাধ্যমে এ মধ্যস্থতা কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজদের বিশেষ মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ দেওয়া হবে। সিলেটে ইতোমধ্যে একজন অবসরপ্রাপ্ত জেলা জজ দায়িত্ব গ্রহণ করেছেন।

ভিওডি বাংলা/ আরিফ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুধবার উপদেষ্টা আসিফ মাহমুদের জরুরি সংবাদ সম্মেলন
বুধবার উপদেষ্টা আসিফ মাহমুদের জরুরি সংবাদ সম্মেলন
পুলিশে বড় রদবদল
পুলিশে বড় রদবদল
কোন উপদেষ্টা পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না : আনোয়ারুল
কোন উপদেষ্টা পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না : আনোয়ারুল