রাজধানীতে ৩ দিনব্যাপী সুরক্ষা প্রযুক্তির মেলা শুরু


রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় মেলার উদ্বোধন হয়, যা আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
মেলা উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বাংলাদেশ কম্পিউটার সমিতি, আই-স্টেশন ও জিপিএ এক্সপো যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করেছে।
মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ, জার্মানি, চীন, তাইওয়ান, দুবাই, ভারত ও হংকংসহ ৮টি দেশের অর্ধশতাধিক নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারী, সফটওয়্যার নির্মাতা ও সল্যুশন প্রোভাইডার প্রতিষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. মামুনুর রশীদ ভুইয়া এবং বাংলাদেশ হাই-টেক পার্ক অথোরিটির ব্যবস্থাপনা পরিচালক আ ক ম আমিরুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির ভাইস-প্রেসিডেন্ট ওয়াহিদুল হোসেন দীপু।
প্রদর্শনীতে কর্মস্থলের অগ্নিনির্বাপক নিরাপত্তা প্রযুক্তি, নিরাপত্তা সরঞ্জাম, স্মার্ট মনিটরিং সিস্টেম, স্বাস্থ্য ও অগ্নিনিরাপত্তা প্রযুক্তি, স্মার্ট সফটওয়্যার সল্যুশনস, সাইবার নিরাপত্তা ও এআই ভিত্তিক সুরক্ষা প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।
মেলার পাশাপাশি বিজনেস টু বিজনেস (B2B) সেশনও অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা দেশের তরুণ উদ্যোক্তা, ব্যবসায়ী ও পেশাজীবীদের সঙ্গে ব্যবসায়িক আলোচনা করছেন। আয়োজকরা জানান, এই মেলার মাধ্যমে দেশীয় নিরাপত্তা প্রযুক্তি শিল্পের সঙ্গে আন্তর্জাতিক উদ্ভাবনের সংযোগ তৈরি হবে এবং তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি হবে।
ভিওডি বাংলা/জা