• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি আজ, মানতে হবে যেসব নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ এ.এম.
ছবি: সংগৃহীত

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত। দেশের ৮টি বিভাগীয় শহরের ২৫৬ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানিয়েছেন, এমসিকিউ ভিত্তিক এই পরীক্ষায় অংশ নেবেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। প্রশ্নপত্রে থাকবে ২০০টি বহুনির্বাচনী প্রশ্ন। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর যোগ হবে, আর প্রতিটি ভুল উত্তরে কাটা যাবে ০.৫০ নম্বর। পরীক্ষার সময়সীমা দুই ঘণ্টা, এবং এ সময় পরীক্ষার্থীরা কক্ষ ত্যাগ করতে পারবেন না।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

সকাল সাড়ে ৯টার মধ্যে অবশ্যই পরীক্ষাকক্ষে প্রবেশ করতে হবে। এর পর প্রবেশের সুযোগ থাকবে না।

মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে হলে নাম ও কক্ষ নম্বর জানিয়ে দেওয়া হবে।

প্রবেশের সময় স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

প্রবেশপত্রে থাকা ছবি ও তথ্যের সঙ্গে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে। কোনো গরমিল পাওয়া গেলে প্রার্থিতা বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রশ্নপত্র ও উত্তরপত্রে ৪টি সেট থাকবে। পরীক্ষার্থী যে সেটের উত্তরপত্র পাবেন, তাকে সেই সেটের প্রশ্নপত্র দেওয়া হবে।

বই, মোবাইল, ঘড়ি, ক্যালকুলেটর, ব্যাগ, গহনা বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা নিষিদ্ধ। প্রবেশের সময় মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে।

নিষিদ্ধ সামগ্রীসহ হলে প্রবেশ করলে বা নকলের সঙ্গে জড়িত থাকলে প্রার্থিতা বাতিল হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতিলেখক দেওয়া হবে। তাদের জন্য প্রতি ঘণ্টায় অতিরিক্ত ১০ মিনিট এবং অন্যান্য প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য প্রতি ঘণ্টায় অতিরিক্ত ৫ মিনিট সময় বরাদ্দ থাকবে।

পদসংখ্যা: ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে মোট ক্যাডার পদ ৩ হাজার ৪৮৭টি এবং নন–ক্যাডার পদ ২০১টি। অর্থাৎ, সর্বমোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া শুরু হয় ২০২৪ সালের ১০ ডিসেম্বর এবং শেষ হয় ৩১ ডিসেম্বর। আবেদন করতে পেরেছেন ২০২৪ সালের ১ নভেম্বর তারিখে বয়সসীমা ২১ থেকে ৩২ বছরের মধ্যে থাকা প্রার্থীরা।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ