• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গ্রহণযোগ্য নির্বাচনই এখন বড় প্রয়োজন: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ পি.এম.
নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে আয়োজিত প্রতীকী যুব সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সংগৃহীত ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন। এ নির্বাচনের প্রত্যাশায় দীর্ঘ ১৬-১৭ বছর ধরে আন্দোলনে বহু তরুণ প্রাণ হারিয়েছে, লাখো নেতাকর্মীর নামে মামলা হয়েছে এবং গণতন্ত্র রক্ষায় অনেককে নির্বাসিত জীবনযাপন করতে হচ্ছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে আয়োজিত প্রতীকী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুদু অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে বসে ষড়যন্ত্র করছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি আবারও নির্বাচন বানচালের চেষ্টা হয়, জনগণ আর তা মেনে নেবে না, সম্মিলিতভাবে প্রতিহত করবে।”

তিনি বলেন, দেশে নির্বাচনের ঘোষণা এলে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং বিএনপিকে ক্ষমতায় আনবে। সেই নির্বাচনের মাধ্যমে তারেক রহমান নেতৃত্বে এসে দেশকে এগিয়ে নেবেন।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান বহুবার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ তা উপেক্ষা করেছে, যার ফলে তাদের “করুণ পরিণতি” হয়েছে।

সভায় নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সদস্যসচিব মোফাজ্জল হোসেন হৃদয়ের সঞ্চালনায় বিএনপির এ বি এম মোশাররফ হোসেন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম, প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নেসারুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী