• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মহসীন হল নিয়ে

মিথ্যা বক্তব্যে আমির হামজাকে ক্ষমা চাইতে হবে : ছাত্রদল

ঢাবি প্রতিনিধি    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ পি.এম.
হাজী মুহম্মদ মহসীন হল ছাত্রদলের নেতাকর্মীরা। সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হাজী মুহম্মদ মহসীন হল নিয়ে আলোচিত বক্তা মুফতি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা জানিয়ে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে হল ছাত্রদল।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) হলের সামনে আয়োজিত এক সম্মেলনে এ দাবি জানায় ছাত্রদলের নেতাকর্মীরা।

হল ছাত্রদলের সদস্য সচিব মনসুর রাফি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে আমির হামজা দাবি করেছেন, শিবির ডাকসু জয়ের আগে মহসীন হলে আজান দেওয়া নিষিদ্ধ ছিল। তিনি বলেন, এ বক্তব্য সম্পূর্ণ বানোয়াট ও অসত্য। মহসীন হলের শিক্ষার্থীরা সবসময় নিয়মিত নামাজ আদায় করে আসছেন।

মনসুর রাফি আরও বলেন, ‘এ ধরনের নোংরা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য শুধু শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে না, বরং দেশবাসীর মনে ভুল ধারণা সৃষ্টি করে।’ তিনি আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করার জন্য হল প্রশাসনের কাছে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ইবির আরও ৯ শিক্ষক বরখাস্ত
জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ইবির আরও ৯ শিক্ষক বরখাস্ত
ইবিতে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা
ইবিতে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা
বিজয় দিবস উপলক্ষে ঢাবিতে বিজয় র‌্যালি আজ
বিজয় দিবস উপলক্ষে ঢাবিতে বিজয় র‌্যালি আজ