• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘কাওরান বাজারের সিন্ডিকেট ভাঙা হবে’—ক্যাব সভাপতি

নিজস্ব প্রতিবেদক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৮ পি.এম.
ক্যাবের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক সংবাদ সম্মেলনে নতুন সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান। সংগৃহীত ছবি

কাওরান বাজারের সিন্ডিকেট ভেঙে কৃষক ও ভোক্তার স্বার্থ রক্ষার ঘোষণা দিয়েছেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নতুন সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ক্যাবের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কৃষকরা সরাসরি সবজি বিক্রি করলে ক্রেতারা কম দামে পণ্য পাবেন।

তিনি উদাহরণ টেনে বলেন, কাওরান বাজারের উত্তর গেট দিয়ে ৩০ টাকায় প্রবেশ করা পটল অন্য গেট দিয়ে বের হয়ে ৭০ টাকায় বিক্রি হয়। অথচ কৃষক সেই পণ্য বিক্রি করেন ৩০ টাকায়, আর ভোক্তাদের কিনতে হয় ১০০ টাকায়। পথে পথে অতিরিক্ত অর্থ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের কাছে।

তিনি জানান, আগামী ১ অক্টোবর রাজধানীর ৩০০ ফিট সড়কের পাশে একটি শাকসবজি বিক্রির হাব চালু হবে। এছাড়া কৃষিঋণ ও সার বিতরণ প্রান্তিক কৃষকের হাতে পৌঁছাচ্ছে কি না তা নিয়েও তদন্তের দাবি জানান তিনি।

সাবেক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক সফিকুজ্জামান বলেন, ক্যাবের নিষ্ক্রিয় কমিটিগুলো পুনর্গঠন করে উপজেলা পর্যায়ে কার্যক্রম বিস্তৃত করা হবে। সরকারকে দেখানো হবে কোথায় কোথায় ভোক্তা অধিকার আইনের প্রয়োগ সম্ভব।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার
৬ রুটে ট্রেনভাড়া বাড়ছে, কার্যকর ২০ ডিসেম্বর
৬ রুটে ট্রেনভাড়া বাড়ছে, কার্যকর ২০ ডিসেম্বর
বুধবার উপদেষ্টা আসিফ মাহমুদের জরুরি সংবাদ সম্মেলন
বুধবার উপদেষ্টা আসিফ মাহমুদের জরুরি সংবাদ সম্মেলন