• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভোটাধিকার রক্ষার লড়াই থেকে বিএনপি সরে যাবে না: ফারুক

নিজস্ব প্রতিবেদক    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই থেকে বিএনপি কখনোই সরে দাঁড়াবে না।

রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে নবীন দলের আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, দেশে আবারও সুষ্ঠু নির্বাচনের বিপরীতে ষড়যন্ত্র চলছে। প্রশাসনে আওয়ামী লীগের ‘ফ্যাসিবাদী’ দখলদারিত্ব রেখে কখনোই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

তিনি অভিযোগ করে বলেন, অতীতে দিনের ভোট রাতে করে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এবারও ২০২৫ সালের ফেব্রুয়ারির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। গত ১৬ বছর ধরে মামলা, জুলুম-নির্যাতনের শিকার হয়েও বিএনপি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে। এখন আর পেছনে ফেরার সুযোগ নেই।

জাতীয়তাবাদী শক্তির ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে ফারুক বলেন, দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ফ্যাসিবাদ টিকবে না।

সভায় নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদের সভাপতিত্বে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক নেতা মীর সরফত আলী সপুসহ অন্যরা বক্তব্য দেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত