• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

মঈন খান-ডেনমার্কের রাষ্ট্রদূত বৈঠক

বিএনপির গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি স্থিতিশীলতার সহায়ক: মঈন খান

নিজস্ব প্রতিবেদক    ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার। সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপির উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের জন্য একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল সামাজিক-অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে। তার মতে, এ ধরনের পরিবেশ ভবিষ্যতে বিনিয়োগ ও টেকসই প্রবৃদ্ধির জন্য অপরিহার্য।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ডেনমার্কের রাষ্ট্রদূত মি. ক্রিস্টিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নীতি-অবস্থান নিয়ে আলোচনা করেন।

বৈঠকে মঈন খান বলেন, “বিএনপির উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি দেশের জনগণকে আস্থার সঙ্গে এগিয়ে নিতে পারে। এর ফলে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হবে এবং দেশীয় ও বৈদেশিক বিনিয়োগ বাড়বে।”

অন্যদিকে রাষ্ট্রদূত জানান, ডেনমার্ক বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর এবং কক্সবাজার-টেকনাফ উপকূলীয় অঞ্চলে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ পরিকল্পনা রয়েছে তাদের।

এছাড়া বৈঠকে সমুদ্র থেকে ভূমি পুনরুদ্ধারের দীর্ঘদিনের প্রস্তাব, এ ক্ষেত্রে ডেনিশ বিশেষজ্ঞতার ব্যবহার, উচ্চকক্ষ গঠন এবং অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। মঈন খান এ ব্যবস্থার সুবিধা-অসুবিধা তুলে ধরে বাংলাদেশ ও ইউরোপের রাজনৈতিক কাঠামোর পার্থক্য ব্যাখ্যা করেন।

উভয় পক্ষ আশা প্রকাশ করেন, বাংলাদেশ যদি একটি স্থিতিশীল গণতান্ত্রিক কাঠামো অর্জন করতে পারে, তবে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা নতুন মাত্রায় উন্নীত হবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম