• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

“নৈতিক অবক্ষয় রোধে সিরাত চর্চা অপরিহার্য” — ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ পি.এম.
‘সিরাত অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সংগৃহীত ছবি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আধুনিক বিশ্বে বিজ্ঞানের অগ্রগতি ও প্রযুক্তির বিকাশ মানুষের জীবনকে সহজ করেছে ঠিকই, কিন্তু একইসঙ্গে নৈতিক অবক্ষয়, পারিবারিক সংকট, সামাজিক বৈষম্য, সন্ত্রাসবাদ ও ধর্মীয় দ্বন্দ্বও তীব্রতর হয়েছে। এ পরিস্থিতিতে রাসুলের (সা.) সিরাত চর্চা মানবজাতির জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে হাসানাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘সিরাত অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, “ধর্মীয় সংঘাত আজ পৃথিবীর বড় সমস্যা। রাসুল (সা.) মদিনায় ইহুদি, খ্রিষ্টান ও মুসলমানদের নিয়ে মদিনা সনদ প্রণয়ন করেছিলেন। সেখানে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত ছিল। রাসুলের শিক্ষা-ই আন্তঃধর্মীয় সহাবস্থান ও সহনশীলতার প্রকৃত ভিত্তি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসানাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান আজহারী। এসময় আরও বক্তব্য দেন শাইখ মুখতার আহমাদ (হাফি.), শাইখ রেজাউল করিম আবার (হাফি.), শাইখ সিফাত হাসান (হাফি.), শাইখ মুহাদ্দিস মাহমুদুল হাসান (হাফি.), শাইখ ড. আবুল কালাম আজাদ বাশার (হাফি.), শাইখ ফখরুদ্দিন আহমাদ (হাফি.), শাইখ নাসিরুদ্দিন হেলালী (হাফি.), শাইখ মুফতি সাইফুল ইসলাম (হাফি.) এবং শাইখ আব্দুল হাই সাইফুল্লাহ (হাফি.)।

পরে ড. আ ফ ম খালিদ হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার ও নগদ অর্থ তুলে দেন।

প্রতিযোগিতা ও পুরস্কার

এবারের সিরাত অলিম্পিয়াডে প্রায় ২০ হাজার প্রতিযোগীর মধ্য থেকে তিনটি গ্রুপে সিলেকশন রাউন্ড, সেমিফাইনাল ও ফাইনাল শেষে মোট ৩০ জনকে চূড়ান্ত বিজয়ী নির্বাচিত করা হয়।

প্রথম স্থান: উমরাহ্ প্যাকেজ

ফার্স্ট রানার-আপ: ল্যাপটপ

সেকেন্ড রানার-আপ: ট্যাবলেট

চতুর্থ স্থান: ২০ হাজার টাকা

পঞ্চম স্থান: ১০ হাজার টাকা

ষষ্ঠ থেকে দশম স্থান: প্রত্যেকে ৫ হাজার টাকা

হাসানাহ ফাউন্ডেশন শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে প্রজন্মকে রাসুলের (সা.) আদর্শে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য: আলী রীয়াজ
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়