• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

প্রথম ঘণ্টায় ডিএসইতে ১২১ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ এ.এম.
ছবি: সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস সবগুলো মূল্যসূচকে সামান্য উত্থানে লেনদেন চলছে।  মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এদিন বেলা ১১টা পর্যন্ত যে কয়টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, তার চেয়ে তিনগুণ বেশি সংখ্যক কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে এই সময়ে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৫৪ কোটি টাকার বেশি, মোট লেনদেন হয়েছে মাত্র ১২১ কোটি টাকার শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইএক্স মূল্যসূচক আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭২ পয়েন্ট হয়েছে।

প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২২১টির। বিপরীতে কমেছে ৬৯টির। আর ৮৬টির দর অপরিবর্তিত ছিল।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ১২১ কোটি ৭৫ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল সোমবার এ সময় পর্যন্ত ১৭৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে প্রথম ঘণ্টার লেনদেন কমেছে ৫৩ কোটি ৬৮ লাখ টাকা। এই সময়ে সর্বোচ্চ লেনদেন হয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড-এর শেয়ারে, ৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার প্রথম ঘণ্টায় ১৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় শীর্ষে ছিল ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বাড়তি
বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বাড়তি
৫ ব্যাংকের একীভূত ইউনাইটেড ইসলামী ব্যাংক’-এর অফিসের অনুমোদন
৫ ব্যাংকের একীভূত ইউনাইটেড ইসলামী ব্যাংক’-এর অফিসের অনুমোদন
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব