• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপি'র মনোনয়ন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির মনোনয়ন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

রিজভী বলেন, কিছু পত্রিকা, গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা প্রকাশ করে নেতাকর্মীদের বিভ্রান্ত করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, কিছু চক্র ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে বিএনপিকে কলঙ্কিত করতে অপপ্রচার চালাচ্ছে।

রিজভী জানান, বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে এবং উপযুক্ত সময়ে দলের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে। কোনো এলাকায় এখনও কোনো প্রার্থীকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি।

তিনি বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী পার্লামেন্টারি বোর্ড প্রার্থী মনোনয়ন দেয় এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। তাই তফসিল ঘোষণার আগে প্রকাশিত মনগড়া খবরের প্রতি বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

রিজভী আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছেন, জনগণই দলের রাজনৈতিক শক্তি। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি জনগণের পাশে থাকতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত