• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

টঙ্গীতে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে আহত ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য ফায়ার সার্ভিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকার যেকোনো সহযোগিতা প্রদান করবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ ফায়ার কর্মীদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত ফায়ার কর্মীদের দেখতে গিয়ে তিনি বলেন, “গতকাল (সোমবার) একটি বড় দুর্ঘটনা ঘটেছে। চারজন ফায়ার সার্ভিস কর্মী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের দগ্ধের পরিমাণ বেশি, একজনের পরিমাণ মাঝারি এবং একজনের সামান্য। হাসপাতালটি আন্তর্জাতিক মানের এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। আল্লাহর কাছে দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”

দগ্ধদের চিকিৎসার বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের (ভারপ্রাপ্ত) পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন বলেন, গতকাল ঘটনা ঘটার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং আমাদের টিম রেডি রাখা হয়। রোগী আসার সঙ্গে সঙ্গে আমাদের চিকিৎসা শুরু হয়ে যায়। 

তিনি বলেন, চারজন রোগীর মধ্যে দু’জন ১০০ শতাংশ এবং একজন ৪২ শতাংশ ও একজন ৫ শতাংশ দগ্ধ হয়েছে। সমস্ত রোগীকে আমরা ক্যাটাগরি অনুযায়ী প্রটোকল মেইনটেইন করে চিকিৎসা সেবা দিই। আমরা মাইলস্টোনে দুর্ঘটনায় দগ্ধদেরও একইভাবে চিকিৎসা সেবা দিয়েছি।

ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন বলেন, “দগ্ধদের চিকিৎসা শুরু হয়েছে আগেই, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম প্রস্তুত ছিল। চারজন রোগীর মধ্যে দুজন সম্পূর্ণ দগ্ধ এবং বাকি দুজন আংশিক দগ্ধ। তাদেরকে প্রটোকল অনুযায়ী চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তিনজনকে এইচডিইউতে রাখা হয়েছে, আর একজন ইন্টারমিডিয়েট কেয়ার ক্যাটাগরিতে। প্রয়োজন অনুযায়ী অপারেশন ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ