• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শাপলা প্রতীক না দিলে নির্বাচন কীভাবে হয় দেখব: সারজিস

নিজস্ব প্রতিবেদক    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৪ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম-ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম হুঁশিয়ারি দিয়েছেন, শাপলা প্রতীক না দিলে আগামী নির্বাচন কীভাবে হয় তা দল নিজেই দেখবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেন, “নির্বাচন কমিশন সচিব বলেছেন, মার্কার তালিকায় শাপলা নেই, তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। এটি কোনো আইনগত বাধা নয়, বরং তালিকায় না থাকার কারণে প্রতীক প্রদানে বাধা রয়েছে।”

সারজিস উল্লেখ করেন, “নিবন্ধনের সময় শাপলা প্রতীকের কথা স্পষ্টভাবে জানানো হয়েছিল। তাহলে তালিকায় শাপলা যুক্ত না করা কার কাজ? এতদিন কি তারা কমিশনে বসে নাটক দেখেছে, নাকি স্বাধীন প্রতিষ্ঠান অন্য কোনো সংস্থা বা দলের নির্দেশে কাজ করেছে?”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যেহেতু কোনো আইনগত বাধা নেই, এনসিপির প্রতীক অবশ্যই শাপলা হতে হবে। অন্য কোনো বিকল্প নেই। নাহলে নির্বাচন কীভাবে হয়, কে ক্ষমতায় এসে মধু খায়-সবই আমরা দেখব।”

এদিকে, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ভোটার ও প্রতীকের বিষয় নিয়ে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, সংশোধিত প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে নতুন প্রতীক জমা দিতে হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী