• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বিএনপি ১৫ বছর সেমি গৃহপালিত দল ছিল: পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ পি.এম.
মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

সফরসঙ্গী করে নিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের প্রধান উপদেষ্টা ছেড়ে দিয়েছেন বলেই তারা হামলার শিকার হয়েছেন, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

নিউইয়র্কে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল শেষে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 

পাটওয়ারী বলেন, বিএনপি মহাসচিব আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনে আনতে চান, এমন মন্তব্য জাতির জন্য লজ্জার। শহীদ জিয়া এবং খালেদা জিয়া এই রাজনীতি করেননি। জিয়ার সৈনিকদের এমন বক্তব্য প্রত্যাখ্যানের আহ্বান জানান তিনি।
 
এ সময় গত ১৫ বছর ধরে বিএনপি সেমি গৃহপালিত দল ছিল এবং তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
 
এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ বিভিন্ন দলের নেতাকর্মীদের ওপর নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে হামলার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদও জানান তিনি।
 
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘে নিয়ে নেতাদের যেয়ে ছেড়ে দিয়েছেন, এটি লজ্জার। তাদেরকে ব্যর্থতার দায় স্বীকার করতে হবে। দূতাবাসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগের গুন্ডাবাহিনী রয়েছে, এদের অপসারণ করতে হবে। তা না হলে ড. ইউনূস কতদিন ক্ষমতায় থাকতে পারবেন, সে গ্যারান্টি দিতে পারি না।
 
এ সময় আসন ভাগাভাগি নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের বিষয়ে জামায়াত মুখে কুলুপ এঁটে বসে আছে বলেও মন্তব্য করেন তিনি।
 
শাপলা প্রতীক নিয়ে এনসিপির এ নেতা বলেন, সব নিয়ম মেনে নিবন্ধনের আবেদন করেছি। তখন বলা হয়েছিল, শাপলা দিতে আইনি বাধা নেই। কিন্তু সব জায়গায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। ইসি একটি দলের পক্ষে কাজ করছে। আমরা যেসব রাজনৈতিক দলের পক্ষে দাঁড়িয়েছি, আপনারাও ভূমিকা রাখুন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম