• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি: সিইসি

নিজস্ব প্রতিবেদক    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ পি.এম.
এ এম এম নাসির উদ্দিন-ছবি সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির অনেক কিছু ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। 

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী সংলাপের শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, “বৃহৎ ভোটার তালিকা সম্পন্ন করেছি, নারী ভোটার ব্যবধান কমিয়েছি। নয়টি আইন সংশোধনের কাজ চলছে। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি দরকার, তার অনেকটাই এগিয়ে নিয়েছি।” 

তিনি আরও জানান, “আইটি সাপোর্ট ও পোস্টাল ব্যালট পরীক্ষা-নিরীক্ষার পর হাতে নেওয়া হয়েছে। ভোটে প্রায় ১০ লাখ মানুষ কাজ করেন, যারা ভোট দিতে পারেন না; এবার তাদেরও ভোটের ব্যবস্থা করা হবে। হাজতে থাকা ব্যক্তিদেরও ভোটের সুযোগ নিশ্চিত করা হবে। আমরা সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা যে পরামর্শ দেবেন তা আমাদের পথ চলায় সহায়ক হবে।”

সংলাপে সভাপতিত্ব করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। এতে উপস্থিত ছিলেন অন্য চার কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সুশীল সমাজ ও বুদ্ধিজীবীর ১২ জন প্রতিনিধি। তাদের মধ্যে ছিলেন: সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাহমুদ হাসানউজ্জামান, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার, নিরাপত্তা বিশ্লেষক মো. মাহফুজুর রহমান, অধ্যাপক আব্দুল ওয়াজেদ, বিজিএমইএ পরিচালক রশিদ আহমেদ হোসাইনি, কবি মোহন রায়হান, পুলিশ রিফর্ম কমিশনের মোহাম্মদ হারুন চৌধুরী, শিক্ষার্থী প্রতিনিধি জারিফ রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং টিআইবি পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানিয়েছেন, দুপুর ২.৩০ থেকে বিকাল ৪.৩০ পর্যন্ত ৩৩ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপ চলেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ