• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে কর্মীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর কাওরান বাজারে মালয়েশিয়া যাওয়া নিয়ে সমস্যায় পড়া কর্মীরা রোববার (২৮ সেপ্টেম্বর) সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মহাসমাবেশ করেছেন। এতে কাওরান বাজার ও আশপাশের সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে, সাধারণ মানুষও ভোগান্তিতে পড়েন। 

সার্ক ফোয়ারা এলাকায় সকাল থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া এক কর্মী সজিব বলেন, “আমরা ৫-৭ লাখ টাকা খরচ করেও মালয়েশিয়া যেতে পারিনি। আমাদের ২০২৪ সালের মে মাসের মধ্যে যাওয়া উচিত ছিল। সরকার ট্রেনিং দেওয়ার নামে সময় নষ্ট করেছে। প্রতিটি ট্রেনিংয়ে ২০-২৫ হাজার টাকা খরচ হয়েছে। ঋণ করে এ টাকা আনায় এখন পরিবারসহ কষ্টে আছি। আমাদের যেকোনোভাবে মালয়েশিয়া পাঠাতে হবে, নইলে ঋণের বোঝা সহ্য করা সম্ভব হবে না।”

মহাসমাবেশের নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন বাবু জানান, “আমরা নিঃস্ব হয়ে গেছি। সরকার আশ্বস্ত করেছিল, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।”

কাওরান বাজার এলাকায় দায়িত্বরত তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হানান বলেন, “আন্দোলনকারীরা বর্তমানে রাস্তার পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুধবার উপদেষ্টা আসিফ মাহমুদের জরুরি সংবাদ সম্মেলন
বুধবার উপদেষ্টা আসিফ মাহমুদের জরুরি সংবাদ সম্মেলন
পুলিশে বড় রদবদল
পুলিশে বড় রদবদল
কোন উপদেষ্টা পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না : আনোয়ারুল
কোন উপদেষ্টা পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না : আনোয়ারুল