• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ক্ষমতায় গেলে লালপুর থানাকে আদর্শ থানা হিসেবে গড়ে তুলব- টিপু

নিজস্ব প্রতিবেদক    ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫০ পি.এম.
বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। ছবি: সংগৃহীত

দলের নেতাকর্মী ও সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেছেন, আপনাদের সজাগ থাকতে হবে। অনেক রাজনৈতিক দল আসবে কেউ এসে বলবে আমাকে ভোট দেন; আপনারা বেহেস্তে চলে যাবেন। কিন্তু বাস্তব কথা হলো বিএনপিকে ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে না, আওয়ামী লীগকেও ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে না। মোট কথা কোনো প্রতীকে ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে না। বেহেস্ত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) লালপুর উপজেলার কদমছিলান ইউনিয়নের চানপুর, কদমচিলান, গুদরা, সেকচিলান বাজারসহ ওয়ার্ডে গণসংযোগ ও পথ সভা তিনি এ কথা বলেন।

তাইফুল ইসলাম বলেন, আপনাদের যার যে দল করতে ভালো লাগে সে সেই দল করবেন, কোন আপত্তি নাই। কিন্তু মানুষকে বিভ্রান্তি করা যাবে না, কাউকে বিপদগামী করা যাবে না। আজ দেখলাম জামায়াতে ইসলামী তাদের লোগো থেকে আল্লাহ নাম উঠিয়ে দিয়েছে। আল্লাহ নাম উঠিয়ে দিয়ে তারা কি ইসলাম প্রচার করবে আমরা জানি না। 

তিনি বলেন, জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশে কওমী মাদ্রাসা থাকবে কি না আপনারা খবর নিয়ে দেখবেন। আপনারা সবাই মিলে মিশে থাকবেন। বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে লালপুর থানাকে একটি আর্দশ থানা হিসাবে গড়ে তুলবো।

টিপু বলেন, আজ আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি। আপনাদের দোয়ায় যেন তারেক রহমান আমাকে মনোনীত করে আপনাদের সেবা করার সুযোগ দেন। আপনারা দীর্ঘ ১৬ বছর ভোট দিতে পারেন নাই। তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী সরকারকে তাড়িয়ে আপনাদের মাঝে আবার ভোট প্রদানের সুযোগ করে দিয়েছেন। আপনারা সবাই তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করে তুলবেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় নির্বাচনের দিনে আলাদা ব্যালটে গণভোটের পক্ষে বিএনপি
জাতীয় নির্বাচনের দিনে আলাদা ব্যালটে গণভোটের পক্ষে বিএনপি
হুমায়ুন কবির সিলেট থেকে নির্বাচন করবেন: মির্জা ফখরুল
হুমায়ুন কবির সিলেট থেকে নির্বাচন করবেন: মির্জা ফখরুল
রাজধানী থেকে আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
রাজধানী থেকে আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার