• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দাগনভূঞায় স্ত্রীর হাতে স্বামী খুন

ফেনী প্রতিনিধি    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ফেনীর দাগনভূঞা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গফুর ভান্ডারী বাড়িতে স্ত্রী খালেদার হাতে স্বামী মো. আলমগীর (৫৫) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্ত্রী খালেদাকে আটক করে।

স্থানীয়রা জানান, সকালে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে ঝগড়া হয়। একপর্যায়ে খালেদা ধারালো দা দিয়ে আলমগীরকে কুপিয়ে গুরুতর জখম করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, খালেদা মানসিকভাবে অস্থির ছিলেন। এর আগেও তাদের দাম্পত্য জীবনে দ্বন্দ্ব লেগে থাকত। 

এদিকে খালেদা পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, স্বামী তাকে ভরণপোষণ দিতেন না, এজন্য তিনি ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছেন।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি)  বলেন, “আসামি খালেদাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। 

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা
কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা
টাঙ্গাইলে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
টাঙ্গাইলে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
পাবনায় ভূমির মালিকদের ক্ষতিপূরণ দাবিতে বিক্ষোভ
পাবনায় ভূমির মালিকদের ক্ষতিপূরণ দাবিতে বিক্ষোভ