• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাস সুবিধা চান ইবি ছাত্রশিবির

ইবি প্রতিনিধি    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক পরিবহন ব্যবস্থার দাবি জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির। 

বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে আবেদন জানান ছাত্রশিবির প্রতিনিধি দল। আসন্ন ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশগ্রহণকারী ইবিয়ানদের জন্য উপাচার্য বরাবর মৌখিক দাবিও জানান সংগঠনটি।

সংগঠনটির দাবি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী আসন্ন ৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার কেন্দ্র ঢাকায় হওয়ায় একযোগে যাতায়াতের জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কিন্তু ব্যক্তিগতভাবে এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর ঢাকায় যাতায়াত করা ব্যয়বহুল ও কষ্টসাধ্য। তাই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য ঢাকাগামী বাসের ব্যবস্থা করার জন্য পরিবহন সুবিধা প্রয়োজন।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহা. মাহমুদুল হাসান বলেন, পরীক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা প্রদান করা একান্ত জরুরি। শিক্ষার্থীদের মানসিক চাপ কমিয়ে পরীক্ষায় ভালোভাবে অংশগ্রহণে এটি সহায়তা করবে। এই প্রয়োজনীয়তা অনুভব করে, আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে গতকাল পরিবহন প্রশাসক মহোদয়ের সাথে সাক্ষাৎ করি এবং আমাদের দাবিটি তুলে ধরি। পরবর্তীতে, মাননীয় উপাচার্য (ভিসি) স্যারের কাছেও আমরা একই দাবির কথা জানিয়েছি। মাননীয় উপাচার্য স্যার আমাদের দাবি পূরণের বিষয়ে আশ্বস্ত করেছেন। আমরা আশা করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব দ্রুত এই বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করবে। 

এবিষয়ে জানতে চাইলে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ জানান, আমার কাছে দাবি নিয়ে সংগঠনটি এসেছেন। এক্ষেত্রে কমন ইন্টারেস্ট হওয়ায় ভিসি মহোদয় অনুমতি দিতে পারেন। এটা ভালো উদ্যোগ। 

মুঠোফোনে বারংবার যোগাযোগের চেষ্টা করেও বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর বক্তব্য পাওয়া যায়নি।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ হয়ে জবি ছাত্রদল নেতা হাসিবের মৃত্যু
অসুস্থ হয়ে জবি ছাত্রদল নেতা হাসিবের মৃত্যু
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মার্চ ফর গাজা’ পদযাত্রা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মার্চ ফর গাজা’ পদযাত্রা
ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ শীর্ষ তিনে বাংলাদেশ
ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ শীর্ষ তিনে বাংলাদেশ