• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পিআর পদ্ধতি জনগণ মেনে নিবে না : অসীম

নিজস্ব প্রতিবেদক    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ পি.এম.
ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। ছবি: সংগৃহীত

পিআর পদ্ধতির সমালোচনা করে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, ‘পিআর পদ্ধতির নির্বাচন হলে জনগণের কাছে যেতে হবে না। ভোট দেবেন সন্দ্বীপে, এমপি হবেন মালদ্বীপে এ ধরনের উদ্ভট চিন্তাধারা বাংলাদেশের রাজনীতির উপযোগী নয়।’

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হাজারীবাগ বাজারে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার অসীম বলেন, প্রয়োজনীয় সংস্কার যদি সরকার গ্রহণ করে তবে জনগণই তা মূল্যায়ন করবে। তবে অনেক সংস্কার সংবিধান সংশোধন ছাড়া সম্ভব নয়। এজন্য জাতীয় সংসদ অপরিহার্য। 

তিনি বলেন, যারা সংবিধানকে উপেক্ষা করে অসংবিধানিক বক্তব্য দিচ্ছেন, তারা আসলে পতিত স্বৈরাচারী সরকারকেই ফিরিয়ে আনতে চাইছেন। বাংলাদেশের জনগণ- তা কখনো মেনে নেবে না।

এ সময় বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের যা কিছু হয়েছিল তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে। অথচ পতিত স্বৈরাচার আওয়ামী লীগ দেশের জনগণের অর্থ-সম্পদ লুট করে বিদেশে বিলাসী জীবন-যাপন করছে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ বিগত ১৫ বছরে গণহত্যা, গুম-খুন, দমন-নিপীড়ন চালিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কারও কাছে ক্ষমা চায়নি। শহীদ পরিবারগুলোর কাছেও ক্ষমা প্রার্থনা করেনি।

মানববন্ধনে আরও বক্তব্য দেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ধানমন্ডি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু নাসের লিটন, হাজারীবাগ থানা ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল হক আরজু, নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া, ঢাকা মহানগর বিএনপির সাবেক সদস্য ও হাজারীবাগ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, হাজারীবাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজান এবং হাজারীবাগ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন মন্টি প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগ নেতা হানিফের বিচারপ্রক্রিয়া শুরু
আওয়ামী লীগ নেতা হানিফের বিচারপ্রক্রিয়া শুরু
ইনশআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব : তারেক রহমান
ইনশআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব : তারেক রহমান
দুই দশকে প্রথমবারের মতো গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার
দুই দশকে প্রথমবারের মতো গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার