• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না : মান্না

সিরাজগঞ্জ প্রতিনিধি    ২ অক্টোবর ২০২৫, ০৫:৫২ পি.এম.
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ছবি: ভিওডি বাংলা

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির শাপলা প্রতীক দেওয়া বা না দেওয়ার বিষয়ে বলেছেন, আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেন, তাহলে আর কাউকে দিতে পারেন না। ওরা (এনসিপি) এসেছিল আমার কাছে। যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়সের কারণে, অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের কথা বিবেচনা করে - আমি তাদের প্রতি দরদী। যদি তাদের দিয়ে দেয়, আমি একটা অঙ্গীকার করতে পারি আমি কোন মামলা করব না।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সিরাজগঞ্জের একটি রেস্টুরেন্টে নাগরিক ঐক্য আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, নির্বাচন কমিশন বলেছে পিআর সংবিধানের নেই। তাই এই পদ্ধতিতে আমরা নির্বাচন করতে পারবনা। ঐক্যমত কমিশন তাদের প্রস্তাবনায় পিআর নিয়ে কোন প্রস্তাবনা দেয়নি। ওইটা দেখে একদল বলছে, ভোট হতে দেবোনা। আসলে এটা তো হতে পারে না। মানুষের বুঝের বাইরে যেয়ে কিছু করা ঠিক হবে না।

মাহমুদুর রহমান মান্না বলেন, আমি আমার বন্ধুদের বলছি আপনারা অনেক কর্মসূচি দিয়েছেন, বিক্ষোভ কর্মসূচি দিয়েছেন, আলোচনা টেবিল থেকে চলে গেছেন। আন্দোলন এমন একটা পর্যায়ে গেছে, মানুষের হতাহতের পরিমাণ বেড়ে গেছে। আলোচনার মাধ্যমে সমাধান করুন।

তিনি আরও বলেন, রাজনীতিতে আল্লাহকে আনার দরকার কি? আল্লাহ কি পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়েছে?  আল্লাহ তাআলার আইনে পিআর বলতে কিছু আছে? সৎ লোকের শাসন চাই, তাই পিআর চাই। এসব বক্তৃতা না দেওয়ায় ভালো। 

মাহমুদুর বলেন, রাজনীতির রাজনীতির জায়গায় থাকুক ধর্ম মানুষের মনে থাকুক।  ধর্মের নাম করে ভোট চাইতে হবে, রাজনীতি করতে হবে, অন্যায় আবদার করতে হবে - এরকম হতে পারেনা। আমি কারো বিরোধিতা করছি না।

এসময় কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার, সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি নূর হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ দিল/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম