• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বিএনপি ৫ জরিপের পর প্রার্থীকে গ্রিন সিগন্যাল

নিজস্ব প্রতিবেদক    ৪ অক্টোবর ২০২৫, ১১:৩৯ এ.এম.
প্রতীকী ছবি

ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ নির্বাচনের জন্য বিএনপি শিগগিরই একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে। এর আগে কিছু প্রার্থীকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে নির্বাচনী প্রচার চালানোর অনুমতি। প্রার্থী চূড়ান্ত ঘোষণার পর দল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় মাঠে নামবে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করেছেন। বৈঠকে নেতাদের দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন। দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, এ প্রক্রিয়ার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় পাঁচটি জরিপ সম্পন্ন হয়েছে। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে। এই জরিপ আন্তর্জাতিক ও বিজ্ঞানসম্মতভাবে পরিচালিত হয়েছে। 

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “জরিপ চলছে, কমিটির মতামত নেওয়া হচ্ছে, দিন-তারিখ এখনও চূড়ান্ত হয়নি।”

অন্য স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, “প্রত্যেক আসনে একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। জেলা ও বিভাগভিত্তিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শিগগিরই একক প্রার্থীর গ্রিন সিগন্যাল দেওয়া হবে।”

জানা গেছে, প্রার্থী চূড়ান্তের ক্ষেত্রে আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত ত্যাগী, সততার পরীক্ষায় উত্তীর্ণ, এলাকায় জনপ্রিয় ও ক্লিন ইমেজধারীদের প্রাধান্য দেবে বিএনপি। এই বিবেচনায় মনোনয়নে এবার চমক আসতে পারে। শতাধিক তরুণ প্রার্থীর ভাগ্য সুপ্রসন্ন হতে পারে বলে জানা গেছে। এ ছাড়া নির্বাচনে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের সমমনাদের ৫০টি আসন ছাড়ার চিন্তা করছে দলটি। এ বিষয়ে সমমনাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। সমমনারাও তাদের দাবি উত্থাপন করছে। 

নামপ্রকাশে অনিচ্ছুক বিএনপি‘র একজন শীর্ষ নেতা মানবজমিনকে বলেন, যারা গ্রিন সিগন্যাল পাবেন, তাদের দায়িত্ব হবে সবাইকে ঐক্যবদ্ধ করে একসঙ্গে নির্বাচনী মাঠে কাজ করা। যদি তারা না মানে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। কারণ বিএনপি’র রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াতে ইসলামী ইতোমধ্যে এককভাবে প্রার্থী ঘোষণা করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। তাদের নেতাকর্মীরা মাঠে ছুটে বেড়াচ্ছেন। তাই আনুষ্ঠানিক নয়, অনানুষ্ঠানিকভাবে প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এই প্রক্রিয়া নিয়ে কাজ করছে তারা। কয়েকদিনের মধ্যে প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেবে দলটি।

নির্বাচনী প্রচারণা নিয়ে বিএনপি’র শীর্ষ নেতা জানান, “গ্রিন সিগন্যাল পাওয়া প্রার্থীদের দায়িত্ব হবে সবাইকে ঐক্যবদ্ধ করে মাঠে কাজ করানো। নির্দেশনা অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “নির্বাচনী প্রচারণা ইতোমধ্যেই শুরু হয়েছে। চূড়ান্ত মনোনয়ন দেবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যাকে যোগ্য মনে করবেন, তাকেই নির্বাচনের টিকিট দেওয়া হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম