গাজামুখী কর্মীদের আটকের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন


গাজা অভিমুখী নৌবহর সুমুদ ফ্লোটিলায় আক্রমণ ও অধিকারকর্মীদের আটকের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে ইউনিভার্সিটি টিচার্স লিংক এই মানববন্ধন হয়।
বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বলেন, সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের আগ্রাসনে গাজাবাসী ক্ষুধায় মারা যাচ্ছে। অথচ মুসলিম বিশ্ব দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরিকল্পনায় ফিলিস্তিনের অস্তিত্বের উল্লেখ না থাকায়, এই পরিকল্পনাকে একপেশে উল্লেখ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।
তারা বলেন, সুমুদ ফ্লোটিলা থেকে অধিকার কর্মীদের আটক করে মানবাধিকার লঙ্ঘনের ঘৃণিত নজির স্থাপন করেছে ইসরাইল। ফিলিস্তিনদের অধিকার নিশ্চিত করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত এই সমস্যা সমাধান হবে না।
ভিওডি বাংলা/ এমএইচ