• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ম্যাচ সেরার অর্থ অসহায়দের কাছে দিচ্ছেন শরিফুল

স্পোর্টস ডেস্ক    ৪ অক্টোবর ২০২৫, ০৪:২৬ পি.এম.
শরিফুল ইসলাম-ছবি সংগৃহীত

জয় বা ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ক্রিকেটাররা প্রায়ই ম্যাচ সেরার পুরস্কার পান। তবে শরিফুল ইসলামের জন্য এর মানে আরও গভীর। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পর তিনি এক মানবিক ঘোষণা দিলেন।

শরিফুল জানিয়েছেন, আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটে যতবারই তিনি ম্যান অব দ্য ম্যাচ হবেন, প্রতিবারই পুরস্কারের অর্থ তিনি নিজের এলাকার অসহায় মানুষদের হাতে তুলে দেবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, "আজ থেকে আমি একটা ছোট উদ্যোগ নিচ্ছি। আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে যতবার আমি ম্যান অব দ্য ম্যাচ হব, সেই পুরস্কারের অর্থ আমার এলাকার অসহায় মানুষদের মাঝে বিতরণ করব। দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এই কাজ নিয়মিতভাবে করার তৌফিক দেন।"

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দূরবর্তী মৌমারি গ্রামের এই তরুণ একসময় কেবল জাতীয় দলে জায়গা পাওয়ার স্বপ্ন দেখতেন। এখন তিনি নিজের সাফল্যের মাধ্যমে অন্যদের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখছেন। ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের এই সদস্য ইতোমধ্যে বাংলাদেশের জার্সিতে খেলেছেন ১২টি টেস্ট, ৪০টি ওয়ানডে ও ৫৫টি টি-টোয়েন্টি।

আন্তর্জাতিক ক্রিকেটে শরিফুল আগে মাত্র একবারই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন, সেটিও আফগানিস্তানের বিপক্ষে, ২০২৩ সালে। এবারও আফগানদের বিপক্ষে এই সম্মান অর্জন করেছেন, তবে এবার সেই প্রাপ্তি ভাগ করে নিচ্ছেন নিজের এলাকার অসহায় মানুষদের সঙ্গে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক