• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

কর গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশ এনবিআরের

নিজস্ব প্রতিবেদক    ৫ অক্টোবর ২০২৫, ১২:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার এবং কর ফাঁকি প্রতিরোধে মাঠ পর্যায়ের গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের সব কর অঞ্চলে ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন সেল (আইআইসি) কার্যক্রম শক্তিশালী করার নির্দেশ দিয়েছে সংস্থাটি।

রোববার (৫ অক্টোবর) এনবিআরের সদর দফতর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি কর অঞ্চলে আইআইসি টিম পুনর্গঠন করা হবে, দায়িত্ব ও কার্যপদ্ধতি নির্ধারণ করা হবে এবং রাজস্ব পুনরুদ্ধারের অনুমোদন প্রক্রিয়া নির্ধারিত হবে।

নির্দেশনায় বলা হয়, বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্য, কর ফাঁকির অভিযোগ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন, আয়কর নথিতে অসঙ্গতি, কাটা-ছেঁড়া বা ঘষামাজা, অস্বাভাবিক করমুক্ত আয় প্রদর্শন, করযোগ্য আয়ের তুলনায় অস্বাভাবিক নীট সম্পদ ঘোষণা- এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট আইআইসি টিম তদন্ত কার্যক্রম শুরু করবে। 

ইনভেস্টিগেশন শেষে কর ফাঁকির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট টিম এনবিআরের নির্দেশনা অনুযায়ী ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন কমিটির অনুমোদনের জন্য প্রতিবেদন দাখিল করবে। কমিটি প্রমাণিত রাজস্ব ফাঁকির ক্ষেত্রে আইনি ব্যবস্থা ও রাজস্ব পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু করার অনুমোদন দেবে।

প্রতিটি কর কমিশনারকে মাসিক ভিত্তিতে নির্ধারিত ছকে আইআইসির কার্যক্রম থেকে সৃষ্ট অতিরিক্ত দাবি ও আদায়ের তথ্য সংকলন করে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে এনবিআরে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

এনবিআর আশা করছে, মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম জোরদার করার মাধ্যমে ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার সহজ হবে, কর ফাঁকির প্রবণতা হ্রাস পাবে এবং দেশে সুষ্ঠু কর সংস্কৃতি গড়ে উঠবে।

ভিওডি বাংলা/জা
  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ ব্যাংকের একীভূত ইউনাইটেড ইসলামী ব্যাংক’-এর অফিসের অনুমোদন
৫ ব্যাংকের একীভূত ইউনাইটেড ইসলামী ব্যাংক’-এর অফিসের অনুমোদন
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব
‘অবৈধ নিয়োগপ্রাপ্ত’দের বছরে খরচ ২৮০০ কোটি টাকা
‘অবৈধ নিয়োগপ্রাপ্ত’দের বছরে খরচ ২৮০০ কোটি টাকা