• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে নির্বাচন প্রয়োজন : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক    ৫ অক্টোবর ২০২৫, ০২:২১ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে নির্বাচন প্রয়োজন ।

রোববার (৫ অক্টোবর) গুলশানে দলের কার্যালয়ে ঢাকার জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খানের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, গণতন্ত্র উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্কের চর্চাও জরুরি।

আমীর খসরু জানান, বৈঠকে রোহিঙ্গাদের মানবেতর জীবনযাপন নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের আগ পর্যন্ত সহযোগিতা অব্যহত রাখার অঙ্গিকার করেছে জাতিসংঘ। এ সময় গোয়েন লুইস বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পর্যাপ্ত সহযোগিতা প্রয়োজন।

আগামী সংসদ নির্বাচনে সব দল অংশ গ্রহন করবে বলে এমনটা আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। রোববার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেছেন গোয়েন লুইস।

তিনি বলেন, ‘আগামী নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে নির্বাচন কমিশনকে সাপোর্ট দিচ্ছে এবং জাতিসংঘের পক্ষ থেকে কারিগরি সহায়তা দেওয়া হবে। আশা করি, সব দল এই নির্বাচন যুক্ত হবে। আগামী মাসগুলোতে নির্বাচনের প্রক্রিয়া সামনের দিকে যাবে।

বিএনপি মহাসচিবের সাথে বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ফেব্রুয়ারির সংসদ নির্বাচন, রোহিঙ্গা সমস্যা ও তাদের প্রত্যাবর্তন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন গোয়েন লুইস।

রোববার সকাল ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের প্রায় ঘন্টাব্যাপী এই সাক্ষাৎ হয়। গোয়েন লুইসের সাথে ঢাকার আবাসিক কার্যালয়ে সিনিয়র হিউম্যানরাইটস অ্যাডভাইজার হুমা খান ছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ছিলেন বৈঠকে।

বৈঠকের পরে আমির খসরু মাহমুদ চৌধুরী জাতিসংঘের আবাসিক সমস্বয়কারী গোয়েন লুইসকে নিয়ে সংবাদ ব্রিফিঙে আসেন।

‘রোহিঙ্গা সমস্যার সমাধান খুবই চ্যালেঞ্জিং, গত সাপ্তাহে জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ে বিশেষ সম্মেলন অনুষ্ঠানের কথাও বলেন গোয়েন লুইস।

অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে সম্প্রতি বিভিন্ন্ রাজনৈতিক দলের নেতাদের নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের বিষয়টিও লুইস তার বক্তব্যে উল্লেখ করেন।

‘সকালে বিএনপির নেতৃবৃন্দে আতিথিয়তায় মুগ্ধ হয়েছেন’ বলে মন্তব্য করেন জাতিসংঘের এই কুটনীতিক।

‘নির্বাচন নিয়ে আলোচনা’

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, নির্বাচন এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশে ডেমোক্রেটিক অর্ডার ফিরিয়ে আনার যে ইউএনের যে একটা কমিটমেন্ট এবং ডেমোক্রেটিক অর্ডার আনতে গেলে যে গণতান্ত্রিক কর্মকাণ্ড চর্চা, একে অপরের প্রতি রিলেশনশিপ…কি ধরনের রিলেশনশিপ থাকা উচিত তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের বাংলাদেশে বর্তমানে প্রেক্ষাপটে আমরা মনে করি, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে। এই মুহুর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে… এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে।”

রোহিঙ্গা প্রত্যাবর্তন এবং কক্সবাজারে তাদের সমস্যাদি সম্পর্কে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘‘রোহিঙ্গাদের যে কক্সবাজারে অবস্থান, তাদের আগামী দিনের ভবিষ্যৎ… যতদিন তাদের প্রত্যাবর্তন করা না যায় ততদিন তাদের বিষয়ে যে জাতিসংঘ তার সমর্থন ব্যক্ত করেছে। এটাকে আমরা কিভাবে আরো উন্নততর করতে পারি, ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে।”

‘গোয়েন লুইসের প্রতি কৃতজ্ঞতা’

স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির অবদানের কথা স্মরণ করে আমির খসরু বলেন, ‘‘আমরা ধন্যবাদ জানাচ্ছি গোয়েনকে.. বিগত দিনে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে সেখানে জাতিসংঘের পক্ষ থেকে সে(গোয়েন লুইস) গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে তার যে অবদান সেটাকে আমরা স্বীকৃতি দিতে চাই, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। অত্যন্ত কঠিন সময়ে জাতিসংঘের পক্ষ থেকে গোয়েনের যে সেই সময়ে ভূমিকা ছিল সেজন্য্য আমরা তার প্রতি ধন্যবাদ জানিয়েছি আজকে…. ওই সময়গুলোতে তার সাহসী ভূমিকা ছিল এবং জাতিসংঘের চার্টার অনুযায়ী যে, প্রত্যেকটি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘের পক্ষে গোয়েন সাহসী ভূমিকা পালন করেছেন একটা স্বৈরাচারের আমলে।”

তিনি জানান, গোয়েন লুইসের বাংলাদেশে তার মেয়াদ শেষ করেছেন তিনি এখন বাংলাদেশে ছেড়ে অন্য দেশে যাবেন।

ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম