বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রতিটি প্রাণীরই গুরুত্ব রয়েছে: রুমন


প্রাণীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে এবং প্রাণীদের প্রতি সচেতনতা বাড়াতে প্রতি বছর ৪ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব প্রাণী দিবস। ‘প্রাণী বাঁচান, গ্রহ বাঁচান’ (সেভ এনিম্যালস, সেভ দ্য প্ল্যানেট) প্রতিপাদ্য নিয়ে এ বছর বিশ্ব প্রাণী দিবসের ১০০তম বার্ষিকী উদযাপিত হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায়, বিশ্ব প্রাণী দিবস উদযাপনের অংশ হিসেবে, সামাজিক দায়বদ্ধতা ও প্রাণীদের প্রতি মমত্ব প্রকাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রোববার (৫ অক্টোবর) রাজধানী ঢাকার পথ কুকুর-বিড়ালদের খাবার প্রদানের এক বিশেষ কর্মসূচি গ্রহণ করেছিল। বেলা দুইটায় গুলশান ২ এর বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ পার্কের সামনে থেকে এই কার্যক্রম শুরু করা হয় যা পর্যায়ক্রমে সারা ঢাকা শহরেই দিনভর চলমান ছিল।
আতিকুর রহমান রুমন বলেন, প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রতিটি প্রাণীরই গুরুত্ব রয়েছে। প্রতিটি প্রাণই মূল্যবান। বিশ্বের সকল ধর্মেই প্রাণী কল্যাণ ও প্রাণীদের যথাযথ সংরক্ষণ নিয়ে বলা হয়েছে। আমাদের দেশেও ভবিষ্যৎ প্রকৃতির ভারসাম্য রক্ষার্থেই প্রাণীদের রক্ষা করতে এগিয়ে আসতে হবে।
দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল; এই শ্লোগানকে সামনে রেখেই এগিয়ে চলেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বিশ্ব প্রাণী দিবসের সাথে একাত্মতা প্রকাশ করে ‘প্রাণী বাঁচান, গ্রহ বাঁচান’ এই প্রতিপাদ্যেও সংস্থাটি সহমত পোষণ করে। ইতিপূর্বে জলাতঙ্ক দিবসে কুকুর-বিড়ালদের বিনামূল্যে ভ্যাকসিন প্রদান কর্মসূচি ছাড়াও বর্তমানে আহত প্রাণীদের সেবায় অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সহায়তা প্রদান, প্রাণী উদ্ধার; ইত্যাদি কার্যক্রমের মাধ্যমেও বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রাণ-প্রকৃতি রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে চলেছে।
ঢাকার পথ কুকুর-বিড়ালদের জন্য বিশেষভাবে রান্না করা প্রায় ২৫০ কেজি সুষম খাবার প্রদানের এই বিশেষ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর প্রধান সমন্বয়কারী, আমরা বিএনপি পরিবার এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেল এর অন্যতম সদস্য, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।
উপস্থিত ছিলেন ঢাকা জাতীয় চিড়িয়াখানার কিউরেটর, আতিকুর রহমান মিঠু। সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন আহবায়ক আদনান আজাদ, মেহেদি হাছিব, বাপ্পী খান, শাহানা শিমু, শেখ আহমেদ ফরহাদ, নিশাত তামান্না, ফয়সাল বিন আলম, তৌফিক সিতু, তরিকুল ইসলাম তানিম, সীমান্ত সরকার, মিজানুর রহমান তাসিব, মোঃ হাসান আলী, সজীব তালুকদার, ইমরান রাশেদ, ফাইজুল ইসলাম নিল-সহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন; আমরা বিএনপি পরিবারের সদস্য মোস্তাকিম বিল্লাহ, শাকিল আহমদ, শাহাদাত হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি জামিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রনেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহ ইত্যাদি ব্যক্তিবর্গ।
বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিশ্বাস করে, ঢাকা শহরের পথ কুকুর-বিড়ালদের খাবার প্রদানের এই বিশেষ কর্মসূচি জনসাধারণকে প্রাণীদের প্রতি আরও সহনশীল ও মমত্বসুলভ আচরণ করতে অনুপ্রেরণা জোগাবে।
ভিওডি বাংলা/ এমপি