• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

পাবনায় ভূমির মালিকদের ক্ষতিপূরণ দাবিতে বিক্ষোভ

পাবনা প্রতিনিধি    ৬ অক্টোবর ২০২৫, ০৩:০২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পাবনায় ইছামতি নদী খননের মাটি নদীর দুইপাড়ের ব্যক্তি মালিকানাধীন ফসলী জমি ও বসতবাড়ি পাশে রাখায় ক্ষতিপূরণ চেয়ে বিক্ষোভ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ক্ষতিগ্রস্ত ভূমির মালিকরা।

সোমবার (০৬অক্টোবর) দুপুরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ক্ষতিপূরণের দাবিতে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন পাবনা সদর উপজেলার গয়েশপুর ও একদন্ত ইউনিয়নের নদীর দুইপাড়ের ক্ষতিগ্রস্তরা।

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, পাবনায় ইছামতি নদী পূনরুজ্জীবিতকরণ প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনীর কর্তৃক ঠিকাদারি প্রতিষ্ঠান নদী থেকে উত্তোলিত মাটি নদীর তীরে ব্যাক্তি মালিকানাধীন ফসলী জমি, ফলের বাগান ও বসতবাড়ির পাশে রেখেছেন। দীর্ঘ সময় এই মাটি রাখায় একদিকে যেমন তিন ফসলের জমি নষ্ট হচ্ছে। অন্যদিকে কয়েক হাজার মানুষের বসতবাড়ি নষ্ট হয়েছে।

তারা বলেন, দীর্ঘ সময় ফসলী জমিতে মাটি রেখে সেই মাটি এখন বিক্রি করা হচ্ছে। নদী থেকে মাটি উত্তোলনের সময় একবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবার মাটি বিক্রির সময় পূণরায় ক্ষতি করা হচ্ছে কৃষক ও বসতীদের। তাই জেলা প্রশাসনসহ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ও সরকার প্রধানের নিকট নদীপাড়ের বৈধ জমির মালিক ও বাসিন্দাদের যে ক্ষতি হয়েছে সেটি পূরণের জন্য প্রশাসনের নিকট আর্থিক ক্ষতিপূরণের দাবি করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাসেম, ভুক্তভোগী জমির মালিক আশরাফুল ইসলাম, মাহাবুবুর রহমান, আব্দুল মজিদ, আজহার আলী, আব্দুল রশিদ, শামসুল ইসলাম, সলিম উদ্দিন প্রমুখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী ভুমি মালিগণের প্রতিনিধিদের নিকট থেকে স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের বিষয়টি সমাধানের আশ্বাস দেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
টাঙ্গাইলে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবস উদযাপিত
রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবস উদযাপিত
নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সের ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি
নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সের ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি